৪ বিমা কোম্পানিতে পর্যবেক্ষক বসাল আইডিআরএ
চার বিমা প্রতিষ্ঠানে পর্যবেক্ষক বসিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-আইডিআরএ। এই চার বিমা কোম্পানি হলো-পদ্মা লাইফ, গোল্ডেন লাইফ, সানলাইফ এবং প্রগ্রেসিভ লাইফ।
রোববার আইডিআরএর মুখপাত্র ও পরিচালক মো. জাহাঙ্গীর আলম এআরএইচ ডটকমকে বলেন, “গ্রাহকের স্বার্থেই প্রশাসক বসানো হয়েছে। কারণ এসব বোমা কোম্পানিতে গ্রাহকের অর্থ রয়েছে। তারা বিমা পলিসি কিনেছে। এসব কোম্পানি সময় মতো গ্রাহকের অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে। ফলে সকল অনিয়মের কারণেই এসব কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।”
আইডিআরএর সূত্র জানায়, প্রগ্রেসিভ লাইফে আইডিআরএর পরিচালক মোহা. আব্দুল মজিদ, পদ্মা লাইফে পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সাইনলাইফে মো. শাহ আলম এবং গোল্ডেন লাইফে পরিচালক সুবীর চৌধুরীকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আইডআরএ এক কর্মকর্তা বলেন, “এই চার বিমা কোম্পানিতে অতিরিক্ত পরিচালনা ব্যয় হয়েছে। গ্রাহকের কাছ থেকে নেয়া অর্থ সঠিকভাবে ব্যবহার করেনি। ফলে গ্রাহকের টাকা পরিশোধ করায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব কোম্পানি পরিচালনা ব্যয় অতিরিক্ত করেছে।”
আরও কয়েকটি বিমা কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেয়া হতে পারে বলে ওই কর্মকর্তা জানান।
কমেন্ট