ঈদের আগের দুদিন শিল্প এলাকায় ব্যাংক খোলা
ফাইল ছবি
ঈদের আগে সরকারি ছুটির দুদিন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের তৈরি পোশাক শিল্প এলাকায় সব ব্যাংক খোলা থাকবে।
কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ২৯ জুন। এর আগের দিন ২৮ জুন থেকে ঈদের ছুটি হওয়ার কথা থাকলেও, ঈদযাত্রায় সুবিধার কথা বিবেচনা করে ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। তাই ঈদের সরকারি ছুটি হয়েছে চারদিন, যা শুরু হচ্ছে ২৭ জুন থেকে।
কিন্তু ঈদের আগেই যাতে শ্রমিক-কর্মচারীরা বেতন-বোনাস পান সেটা নিশ্চিত করতেই ঈদের আগে দুদিন–২৭ ও ২৮ জুন ব্যাংক খোলা রাখার কথা জানিয়ে বুধবার এক সার্কুলার জাারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, “ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ২৭ ও ২৮ জুন সরকারি ছুটির দিন সীমিত পরিসরে খোলা থাকবে।”
এই দুই দিনের জন্য ব্যাংকিং ও লেনদেন সময়ও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২৭ ও ২৮ জুন ( মঙ্গল ও বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে। অবশ্য এই দুদিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
এদিকে সমুদ্র, স্থল এবং বিমানবন্দর এলাকার বিভিন্ন ব্যাংকের শাখা এবং এটিএম বুথ গুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কমেন্ট