আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি নয়
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) চুক্তির ভিত্তিতে কর্মরতদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা দেয়া যাবে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বুধবার এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশ দিয়েছে।
`আর্থিক প্রতিষ্ঠানসমূহের চুক্তিভিত্তিক কর্মকর্তা/কর্মচারীগণের জন্য প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি প্রদানে অনুসরণীয় নীতিমালা’ শীর্ষক সার্কুলারে বলা হয়, ২০১৯ সালের ২৮ মার্চ জারি করা সার্কুলারের মাধ্যমে ৬৫ বছর অতিক্রান্ত কোন ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক পদে নিয়োজিত বা বহাল থাকতে পারবেন না মর্মে নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া ওই সার্কুলারে নিয়মিত কর্মকর্তা/কর্মচারীদের অবসর গ্রহণের বয়স নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা/কর্মচারীদের জন্য প্রযোজ্য অবসর গ্রহণের বয়সসীমার বিধি-বিধানের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা/কর্মচারীদের অবসর গ্রহণের বয়স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়।
বর্তমান পরিস্থিতিতে আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে চুক্তিভিত্তিক কর্মকর্তা/কর্মচারী নিযুক্তির ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বাবদ প্রাপ্যতা নির্ধারণে নিচের নীতিমালা অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো-
>> আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নিয়মিত চাকুরিকাল সমাপ্ত হওয়ার পর চূড়ান্ত অবসরের সময় বিদ্যমান নীতিমালা অনুসরণপূর্বক প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বাবদ প্রাপ্য অর্থ সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
>> আর্থিক প্রতিষ্ঠানে যে কোন পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কোনরূপ প্রভিডেন্ট ফান্ড/গ্র্যাচুইটি সুবিধা প্রাপ্য হবেন না।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে নতুন সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এআরএইচ ডটকমকে বলেন, “চুক্তিভিত্তিক কোনো পদে কোনো কর্মকর্তা থাকলে তাদের যে গ্র্যাচুইটি কিংবা প্রভিডেন্ট ফান্ড প্রদানের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিতে এসেছে যে অনেক আর্থিক প্রতিষ্ঠান চুক্তিভিত্তিক কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড প্রদান করছে।
“ফলে এই সার্কুলারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সকল চুক্তিভিত্তিক কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি প্রদান করতে নিষেধ করা হলো।”
কমেন্ট