বিদেশে ক্রেডিট কার্ডে কাপড় কেনাকাটা কমেছে ৩০%
বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে কাপড় কেনাকাটা কমিয়েছেন বাংলাদেশিরা। গত এপ্রিল মাসে বিভিন্ন দেশে গিয়ে ক্রেডিট কার্ডে ৩২ কোটি ৮০ লাখ টাকার কাপড় কেনাকাটা করেন বাংলাদেশিরা। মার্চে কেরেছিলেন ৪৬ কোটি ৯০ লাখ টাকা।
এ হিসাবে দেখা যাচ্ছে, এক মাসের ব্যবধানে বিদেশে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে কাপড় কেনা কমিয়েছেন প্রায় ৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত সোমবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
তবে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে কাপড় কেনা বেড়েছে। বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতরে এপ্রিলে কাপড় কেনাকাটা করেছেন ৩৪০ কোটি ৪ লাখ টাকার। মার্চে এই লেনদেন ছিল ১৭০ কোটি টাকার।
বিদেশে গিয়ে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে কাপড় কেনাকাটায় খরচ করার বিষয়টি তৃতীয় সর্বোচ্চ। কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি কেনাকাটা করে ডিপার্টমেন্ট স্টরেজ-জাতীয় পণ্য। এপ্রিলে এ-জাতীয় পণ্য কেনাকাটা করেছে ১৬১ কোটি ৭০ লাখ টাকা। আর মার্চে ছিল ১৮৭ কোটি ৫০ লাখ টাকা।
বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ কেনাকাটার তালিকায় রয়েছে ওষুধ। এপ্রিলে ৪৯ কোটি ২০ লাখ টাকার ওষুধ কেনা হয়েছে। আর মার্চে ছিল ৬১ কোটি ৩০ লাখ টাকা। পঞ্চমে রয়েছে নগদ টাকা উত্তোলনে। মার্চে ছিল ২৫ কোটি ৯০ লাখ টাকা। এপ্রিলে দাঁড়ায় ২৭ কোটি ২০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, মার্চের চেয়ে এপ্রিলে বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা কমিয়েছেন বাংলাদেশিরা। মার্চে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট কেনাকাটা হয় ৪২৬ কোটি ২০ লাখ টাকা। আর এপ্রিলে দাঁড়ায় ৩৬৮ কোটি ৪০ লাখ ডলার।
এসব কেনাকাটা ভিসা কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি হয়; শতাংশ হিসাবে ৭৬ দশমিক ৭৯ শতাংশ। এরপর মাস্টারকার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেন বেশি। শতাংশ হিসাবে প্রায় ১৩ শতাংশ। অ্যামেক্স কার্ডের মাধ্যমে ১০ দশমিক ২১ শতাংশ খরচ করেন।
এপ্রিলে ক্রেডিট কার্ডে কোন দেশে কত খরচ
ভারতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা সবচেয়ে বেশি কেনাকাটা করেন। মার্চে ১০৩ কোটি টাকা খরচ হলেও এপ্রিলে নেমে হয়েছে ৭৩ কোটি ৭০ লাখ টাকা। শতাংশ হিসাবে এপ্রিলে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা কমেছে ২৮ দশমিক ৮৬।
যুক্তরাষ্ট্রে মার্চে হয়েছে ৫০ কোটি ৯০ লাখ টাকা, এপ্রিলে হয়েছে ৪৯ কোটি ৬০ লাখ টাকা। সৌদি আরবে এপ্রিল মাসে কেনাকাটা বেড়েছে। মার্চে কেনাকাটা ২২ কোটি ৭০ লাখ টাকা, এপ্রিলে দাঁড়িয়েছে ৩৯ কোটি ১০ লাখ টাকা।
কমেন্ট