ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমার শর্ত শিথিল

ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমার শর্ত শিথিল

বাংলাদেশ ব্যাংক

ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা পাসের বাধ্যবাধকতা কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। 

গত ফেব্রুয়ারিতে পদোন্নতি সংক্রান্ত যে সার্কুলার জারি করা হয়েছিল, রোববার তা পরিবর্তন করে নতুন সার্কুলার জারি করা হয়েছে। 

ব্যাংকাররা ওই সার্কুলার বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি পুরোটা মেনে না নিলেও কিছুটা ছাড় দিয়ে বলা হয়েছে, ওই সার্কুলার জারির আগে নিয়োগ ও পদোন্নতি পাওয়া ব্যাংকারদের নিজ ব্যাংকে পরবর্তী এক ধাপের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পাস করা লাগবে না।

নতুন সার্কুলার অনুযায়ী, এক্ষেত্রে এক ধাপ পদোন্নতি নিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে না। তবে পরবর্তী পদোন্নতিতে ওই পরীক্ষায় পাস বাধ্যতামূলক হবে। 

ব্যাংকারদের নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়ে পদোন্নতি নিতে চাইলে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় পাস বাধ্যতামূলক থাকলেও ওই সার্কুলার জারির আগে নিয়োগ ও পদোন্নতি পাওয়ারা এক্ষেত্রে অব্যাহতি পাবেন। 

ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক আয়োজিত ব্যাংকিং ডিপ্লোমা (পরিবর্তিত নাম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম) পাস বাধ্যতামূলক করা হয়েছিল। 

গত ফেব্রুয়ারিতে ওই সার্র্কুলার জারির সময়ে অনেক ব্যাংকের পদোন্নতি প্রক্রিয়াধীন ছিল। নতুন সিদ্ধান্তে পদোন্নতি আটকে যায় অনেকের। এতে ব্যাংকারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। 

নতুন সিদ্ধান্তে অনেকের পদোন্নতির জট খুলল। 

ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও একই নীতিমালা মানতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। 

কিন্তু অন্যান্য বিভাগে পদোন্নতিতে এ অব্যাহতি পাওয়াদের সাধারণ ব্যাংকিং বিভাগ বা সাধারণ ব্যাংকিং সংশ্লিষ্ট কোনো বিভাগে নিযুক্ত করতে চাইলে তাদের ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, বলা হয়েছে সার্কুলারে। 

এদিকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বাধ্যতামূলক করার পর ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় (সাবেক ব্যাংকিং ডিপ্লোমা) অংশগ্রহণ বেড়ে গেছে। সবশেষ ৯৬তম পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৭৮ হাজার ব্যাংকার। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এর আগে কখনোই এত ব্যাংকার একসঙ্গে অংশ নেননি। তার আগের ৯৫তম পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৩৬ হাজার ব্যাংকার।

‘ডিজিটাল ক্ষুদ্র ঋণ’ তহবিল এখন ৫০০ কোটি টাকা পরবর্তী

‘ডিজিটাল ক্ষুদ্র ঋণ’ তহবিল এখন ৫০০ কোটি টাকা

কমেন্ট