ময়মনসিংহে বদলি হলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক

ময়মনসিংহে বদলি হলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক

মেজবাউল হক

দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় পদোন্নতিজনিত কারণে প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ অফিসে বদলি হলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। 

তিনি এখন কেন্দ্রীয় ব্যাংকের ময়মনসিংহ অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। গত রোববার তার বদলির আদেশ হয়। 

মেজবাউল হক সোমবার এআরএইচ ডটকমকে বলেন, “ময়মনসিংহ অফিসে বদলির আদেশ হয়েছে। পদোন্নতি পেলে তো বদলি হতে হয়, এটাই নিয়ম।” 

গত বছরের ৪ ডিসেম্বর নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ার দিনই কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় মেজবাউল হককে। 

কেন্দ্রীয় ব্যাংকের পদোন্নতি বিধান অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিভাগ পরিবর্তন হয়। আর নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতির শর্তে থাকে কর্মরত বিভাগীয় কার্যালয় বদলের বিষয়টি। 

অর্থাৎ কোনো পরিচালক (সাবেক মহাব্যবস্থাপক পদ) পদের কর্মকর্তা পরবর্তী ধাপের পদোন্নতি হিসেবে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলে তাকে বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো কার্যালয়ে বদলি হতে হবে। 

রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয় ছাড়া সারাদেশে বরিশাল, চট্টগ্রাম, মতিঝিল, রাজশাহী, ঢাকার সদর ঘাট, বগুড়া, খুলনা, ময়মসিংহ, রংপুর ও সিলেট মিলিয়ে ১০টি কার্যালয় রয়েছে বাংলাদেশ ব্যাংকের। 

মেজবাউল হকের চেয়ে আগে পদোন্নতি পাওয়া নির্বাহী পরিচালকদের সবাই পর্যায়ক্রমে ঢাকার বাইরের শাখা অফিসে বদলি হয়েছেন। তিনি আট মাস পরে ঢাকার বাইরে যাচ্ছেন। 

১৯৯৩ সালে কেন্দ্রীয় ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেওয়া মেজবাউল হক প্রধান কার্যালয়ে থেকে দায়িত্বে অবমুক্ত হলেই নতুন মুখপাত্র নিযুক্ত করবে বাংলাদেশ ব্যাংক, জানিয়েছেন এক কর্মকর্তা। 

তিনি বলেন, আগামী সপ্তাহে তাকে প্রধান কার্যালয় থেকে অবমুক্ত করা হবে। 

এদিকে ময়মনসিংহ অফিসে থাকা নির্বাহী পরিচালক এস এম আব্দুল হাকিমকে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।

পরিচ্ছন নোট নীতিমালা অনুমোদন পরবর্তী

পরিচ্ছন নোট নীতিমালা অনুমোদন

কমেন্ট