ব্যাংকার্স সভা বুধবার, মুদ্রানীতি ও ডলার নিয়ে আলোচনা

ব্যাংকার্স সভা বুধবার, মুদ্রানীতি ও ডলার নিয়ে আলোচনা

সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি, দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ডলার নিয়ে আলোচনা হবে বলে সভার আলচ্যসূচিতে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের শীর্ষ নির্বাহীদের (ব্যবস্থাপনা পরিচালক) সঙ্গে বুধবার বৈঠক করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ১৮ জুন নতুন মুদ্রানীতি ঘোষণার পর ব্যাংকার্স সভা নামে পরিচিত এই সভা অনুষ্ঠিত হচ্ছে। 

সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি, দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ডলার নিয়ে আলোচনা হবে বলে সভার আলচ্যসূচিতে উল্লেখ করা হয়েছে। 

ব্যাংকার্স সভায় সাধারণত ব্যাংক খাতের সাম্প্রতিক সমস্যা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নীতি সহায়তা চান এমডিরা। আর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের বিষয় তুলে ধরে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মুদ্রানীতি বাস্তবায়নে এমডিদের নির্দেশনা প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। 

সাধারণতে তিন মাস পরপর ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হয়। 

জানা যায়, ডলার সঙ্কটের এ সময়ে আমদানি–রপ্তানির তথ্য যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের অনলাইন তদারকি পদ্ধতিতে আপলোড করছে না অনেক ব্যাংক। কোনো কোনো ব্যাংক এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে ভুল তথ্য দিচ্ছে। 

এছাড়া আমদানি–রপ্তানিতে পণ্যের দর বেশি বা কম দেখানোর অভিযোগও পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ব্যাংকার্স সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সতর্ক নির্দেশনা দেওয়া হবে। 

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ব্যাংকের সব ডেপুটি গভর্নর, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

জানা যায়, সভার শুরুতে মুদ্রানীতি ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোচনা হবে। এ ছাড়া মামলা সংক্রান্ত ঋণ আদায় ও নিস্পত্তির অগ্রগতি তুলে ধরা হবে। 

এ ছাড়া সিএমএসএমই খাতে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন বাড়ানো এবং ব্যাংকের কর্মকর্তা–কর্মচারি ও তাদের পরিবারের চিকিৎসায় আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। 

তবে ডলার সঙ্কট পরিস্থিতিতে এবারে মূল আলোচনা হবে আমদানি–রপ্তানির সঠিক তথ্য যথাসময়ে কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেপে আপলোড, নির্ভুল তথ্য দেওয়া এবং আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং ঠেকাতে ব্যাংকারদের করণীয় বিষয়ে।

দুই বছরে টাকার মান কমেছে ২৯.১৩ শতাংশ পরবর্তী

দুই বছরে টাকার মান কমেছে ২৯.১৩ শতাংশ

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর