অবসরের পর ব্যাংকারদের পরিচালক হওয়ার সুযোগ
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি সার্কুলার জারি করেছে।
কোনো ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসরের পর একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ ছিল না। এই শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে কর্মকর্তারা অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ওই ব্যাংকের পরিচালক হতে পারবেন। তবে অপেক্ষা করতে হবে পাঁচ বছর। অর্থাৎ অবসরের পাঁচ বছর পর একই ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হতে পারবেন কোনো ব্যাংকার।
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি সার্কুলার জারি করেছে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রম না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগের যোগ্য হবেন না।
এর আগে, ব্যাংকাররা অবসরে যাওয়ার পর বা ব্যাংকের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর একই ব্যাংকের পরিচালক হতে পারতেন না।
প্রাক্তন ব্যাংকারদের একই ব্যাংকের বোর্ড সদস্য হিসেবে নিয়োগের সুযোগ কঠোর করার ২ বছরেরও বেশি সময় পর এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এআরএইচ ডটকমকে বলেন, “ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পরিচালক নিয়োগের ক্ষেত্রে সামঞ্জস্য আনতে আমরা নিয়ম শিথিল করেছি।”
গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছিল, আর্থিক প্রতিষ্ঠানে বহিঃহিসাব নিরীক্ষক, আইনি উপদেষ্টা, উপদেষ্টা, পরামর্শক, বেতনভুক্ত কর্মচারী বা অন্য কোনো পদের দায়িত্বে নিয়োজিত আছেন কিংবা গত পাঁচ বছরের মধ্যে নিয়োজিত ছিলেন এমন ব্যক্তি সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে নিযুক্ত হতে পারবেন না।
কমেন্ট