চতুর্থবারের মতো অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হলেন জায়েদ বখ্ত

চতুর্থবারের মতো অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হলেন জায়েদ বখ্ত

এই এক বছর দায়িত্ব পালন করলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতির নানা শাখায় কাজ করা অর্থনীতিবিদ জায়েদ বখ্ত টানা এক যুগ বা ১২ বছর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

টানা চতুর্থবারের মতো রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হলেন অর্থনীতির গবেষক জায়েদ বখ্ত।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, অগ্রণী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান ড. জায়েদ বখ্তকে তার বর্তমান মেয়াদ সমাপনান্তে উক্ত পদে আরও এক বছর মেয়াদে পুনঃনিয়োগের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রণী ব্যাংককে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই এক বছর দায়িত্ব পালন করলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতির নানা শাখায় কাজ করা অর্থনীতিবিদ জায়েদ বখ্ত টানা এক যুগ বা ১২ বছর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এক আগে কেউ সরকারি-বেসরকারি কোনো ব্যাংকেই এতো দীর্ঘ সময় ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেননি।

২০১৪ সালের ১৮ নভেম্বর জায়েদ বখ্তকে তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। ২০১৭ সালের ৪ ডিসেম্বর দ্বিতীয় মেয়াদেও তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় সরকার।

২০২০ সালের ৭ ডিসেম্বর জায়েদ বখ্তকে আরও তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়। যা ৯ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্রের মাধ্যমে অনুমোদিত হয়।

জায়েদ বখ্ত ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং ১৯৭০ সালে পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় (বর্তমানে কায়েদ-এ-আযম বিশ্ববিদ্যালয়) থেকে এমএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে এমএসসি এবং ১৯৭৮ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ পর্যন্ত জায়েদ বখতের ১৩টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ৫টি যৌথ গবেষণাকর্ম রয়েছে তার।

জায়েদ বখ্ত ১৯৭১ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) স্টাফ অর্থনীতিবিদ হিসেবে কাজ করেন। ১৯৭৮ সাল থেকে একই প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো হিসেবে ১৯৮৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কর্মরত থাকা অবস্থায় ১৯৯৮ সালে গবেষণা পরিচালক নিযুক্ত হন।

২০১৪ সালে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরুর আগে তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন।

বিশিষ্ট অর্থনীতিবিদ জায়েদ বখ্ত-এর রয়েছে এক ডজনের ওপর আন্তর্জাতিক পাবলিকেশনস। তার এসব গবেষণাকর্মে স্থান পেয়েছে ম্যানুফেকচারিং খাত, আইসিটি শিল্প, গ্রামীণ অর্থনীতি ও দারিদ্র্য নিরসন, নিটওয়্যার শিল্প, কৃষি, পরিবেশ মানদন্ড ও রপ্তানি, বাংলাদেশের যন্ত্রাংশ শিল্প, অর্থনৈতিক সংস্কার, সরকারি শিল্পের সক্ষমতা বৃদ্ধি, এসএমই খাত, গ্রামীণ উন্নয়নে প্রযুক্তি, বাংলাদেশের তাঁত শিল্পসহ বহু বিষয়।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্ক, দেশের উদীয়মান পোশাক খাতের কর্ম পরিবেশের নিরাপত্তা ও রপ্তানি এবং রপ্তানি প্রক্রিয়াকরণ বিষয়সহ বাংলাদেশ সরকারের বেশকিছু গবেষণা প্রকল্পে তিনি কাজ করেছেন।

বিশ্বের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক, আইএলও, এডিবি, এসক্যাপ, ইইউ, এফএও, আঙ্কটাড এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের সঙ্গেও অনেক গবেষণা প্রকল্প রয়েছে তার।

আন্তর্জাতিক ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা প্রদর্শনের পাশাপাশি ইতিপূর্বে দেশেও অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এ অভিজ্ঞ অর্থনীতিবিদ। শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির সিন্ডিকেট সদস্য ২০১৩ সাল থেকে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে অর্থনীতিবিদ প্যানেলের সদস্য ছিলেন।

সেপ্টেম্বরে মোবাইলে ১ লাখ ৮ হাজার কোটি টাকা লেনদেন পরবর্তী

সেপ্টেম্বরে মোবাইলে ১ লাখ ৮ হাজার কোটি টাকা লেনদেন

কমেন্ট