ব্যাংক ঋণের সুদহার সাড়ে ১১ শতাংশে উঠল

ব্যাংক ঋণের সুদহার সাড়ে ১১ শতাংশে উঠল

ডিসেম্বরে বড় অংকের ঋণের ক্ষেত্রে এই স্মার্ট সুদ হারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ সুদ যোগ করে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। অর্থাৎ এ মাসে ব্যাংক থেকে বড় অংকের ঋণে সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৪৭ শতাংশ।

ব্যাংক ঋণের সুদহার বাড়ছেই। নতুন ঋণের ক্ষেত্রে ডিসেম্বর মাসে ‘স্মার্ট’ (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল) সুদহার হবে ৭ দশমিক ৭২ শতাংশ।

নভেম্বরে এই সুদহার ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ। অক্টোবরে ছিল ৭ দশমিক ২০ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ১৪ শতাংশ।

তার আগের দুই মাস জুলাই ও আগস্টে এই হার ছিল একই ৭ দশমিক ১০ শতাংশ।

ডিসেম্বরে বড় অংকের ঋণের ক্ষেত্রে এই স্মার্ট সুদ হারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ সুদ যোগ করে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। অর্থাৎ এ মাসে ব্যাংক থেকে বড় অংকের ঋণে সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৪৭ শতাংশ।

ট্রেজারি বিলের সুদ হারের ছয় মাসের গড় করে বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর মাসের এই ‘স্মার্ট’ রেট হিসাব করেছে। যা বৃহস্পতিবার রাতেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে ব্যাংক ঋণে সুদ হারের ৯ শতাংশের সীমা তুলে নিয়ে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে এই ‘স্মার্ট’সুদহার করিডোর চালু করা হয়।

অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে এই সুদহার ছিল একই—৭ দমিক ১০ শতাংশ। তৃতীয় মাস সেপ্টেম্বরে ‘স্মার্ট’সুদহার বেড়ে হয় ৭ দশমিক ১৪ হবে। অক্টোবরে তা বেড়ে হয় ৭ দশমিক ২০ শতাংশ করা হয়।

নভেম্বর তা আরও বেড়ে ৭ দশমিক ৪৩ শতাংশ হয়। সবশেষ ডিসেম্বরে তা আরও বেড়ে ৭ দশমিক ৭২ শতাংশ হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিমাসের ১ তারিখে আগের মাসের ‘স্মার্ট’রেট জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ডিসেম্বর মাসের ‘স্মার্ট’ রেট প্রকাশ করা হয়েছে।

এই হার ডিসেম্বর মাসে দেওয়া নতুন ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্রাহকদের ক্ষেত্রে ছয় মাসের জন্য এই সুদহার কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, সুদ হার বাড়ায় মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা সহজ হবে। আর নতুন নিয়ম চালু হওয়ার পর অনেক ব্যাংকেই আমানতের সুদহার বাড়াতে শুরু করেছে।

নীতিমালা অনুযায়ী, কৃষি ও পল্লী ঋণের সুদহার সাধারণ ঋণের চেয়ে ১ শতাংশ কম হবে। সেক্ষেত্রে ‘স্মার্ট’ রেটের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ মার্জিন যোগ হবে।

দেশের অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে গত ২৬ নভেম্বর সব ধরনের নীতি সুদহার আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর ধারের ক্ষেত্রে ব্যবহৃত রেপো ও স্পেশাল রেপোর সুদহার ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ এবং ৯ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।

গত মাসে উভয় ক্ষেত্রে শতাংশীয় ৭৫ পয়েন্ট বাড়ানো হয়। এ নিয়ে চলতি বছর চার দফায় বাড়ল ২ শতাংশীয় পয়েন্ট।

একই দিন গ্রাহক পর্যায়েও সুদহার বাড়াতে ‘স্মার্ট’ রেটের সঙ্গে মার্জিনের হার ৩ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৩ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।

পরের দিন ২৭ নভেম্বর এক সার্কুলার জারি করে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে ‘স্মার্ট’এর সাথে সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

তাতে ডিসেম্বরে নেওয়া এ সব খাতের ঋণের সুদহার আগামী ছয় মাসের জন্য হবে ১০ দশমিক ৪৭ শতাংশ।

‘স্মার্ট’সুদহার করিডোর নীতিমালা অনুযায়ী, কৃষি ও পল্লী ঋণের সুদহার সাধারণ ঋণের চেয়ে ১ শতাংশ কম হবে।

বাংলাদেশ ব্যাংক চলতি বছরের জানুয়ারি থেকে ১২৮ দিন মেয়াদি টেজ্রারি বিলের ৬ মাসের সুদহার প্রকাশ করছে। সেখানে দেখা যাচ্ছে, গত জানুয়ারিতে ‘স্মার্ট’সুদহার ছিল ৬ দশমিক ৯৬ শতাংশ।

এর পর প্রতি মাসেই একটু একটু করে বেড়ে মে মাসে এই সুদহার বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ১৩ শতাংশ। জুন মাসে এই সুদ হার ছিল ৭ দশমিক ১০ শতাংশ।

ডলারের দাম বাজারের ওপর ছাড়া হবে না: গভর্নর পূর্ববর্তী

ডলারের দাম বাজারের ওপর ছাড়া হবে না: গভর্নর

কৃষি ঋণের সুদহার ১০% ছাড়াল পরবর্তী

কৃষি ঋণের সুদহার ১০% ছাড়াল

কমেন্ট