এবিবির নেতৃত্বে ফের সেলিম আর এফ হোসেন
সেলিম আর এফ হোসেন
ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবিবি জানিয়েছে, ২০২২-২০২৩ মেয়াদের নেতৃত্বে ‘সফলার পরিচয় দেওয়ায়’সেলিম আর এফ হোসেন আগামী ২০২৪-২৫ মেয়াদের জন্য পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত শনিবার এবিবির পরিচালক পর্ষদের ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশীদ; তিনি বিদায়ী কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিদায়ী কমিটিতে সেক্রেটারি জেনারেল ছিলেন স্টান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ। তিনি ব্যাংক থেকে অবসর নেওয়ায় গত কয়েক মাস শূন্য ছিল এই পদটি।
সংগঠনের তিনটি ভাইস চেয়ারম্যান পদের একটিতে নতুন এসেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, তিনি বিদায়ী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন নতুন কমিটিতেও একই দায়িত্বে আছেন।
সংগঠনের কোষাধক্ষ পদেও পুনরায় নির্বাচিত হয়েছেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান-উজ জামান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একজনের নির্বাচন অবশিষ্ট থাকায় ১৬ সদস্যর পূর্ণাঙ্গ কমিটির তালিকা এখনই প্রকাশ করছে না এবিবি।
আগামী ১ জানুয়ারি নতুন নেতৃত্ব বর্তমানদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কমেন্ট