ভোটের দিন ব্যাংক-পুঁজিবাজার বন্ধ
ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মতিঝিলের শাপলা চত্বর। ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ৭ জানুয়ারি রোববার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
ওইদিন ব্যাংকগুলোতে কোনো লেনদেন হবে না। আর সে কারণে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হবে না।
রোববার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বরের প্রজ্ঞাপন মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
এদিকে ডিএসই’র জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এআরএইচ ডট নিউজকে বলেন, “পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার পর অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের পুঁজিবাজারেও কোনো লেনদেন হয় না।”
“যেহেতু ভোটের দিন ব্যাংক বন্ধ থাকবে। সে কারণে পুঁজিবাজারেও লেনদেন হবে না।”
কমেন্ট