ব্যাংকে স্বতন্ত্র পরিচালক হতে বয়স লাগবে ৪৫ বছর

ব্যাংকে স্বতন্ত্র পরিচালক হতে বয়স লাগবে ৪৫ বছর

ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মতিঝিলের শাপলা চত্বর। ফাইল ছবি

ব্যাংকে স্বতন্ত্র পরিচালক হতে ব্যক্তির বয়স হতে হবে ন্যূনতম ৪৫ ও সর্বোচ্চ ৭৫ বছর। আর এক্ষেত্রে থাকতে হবে ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত ১০ বছরের অভিজ্ঞতা। 

এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞান বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী থাকতে হবে।

নতুন প্রবর্তিত ডিজিটাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নীতিমালা সব ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠিয়েছে। এর দুই দিন আগে ব্যাংকের পরিচালক নিয়োগের সর্বনিম্ন বয়স ৩০ বছর নির্ধারণ করে একটি নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং তাদের দায়িত্ব-কর্তব্য ও সম্মানী সম্পর্কে নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকিং বা পেশাগত দায়িত্ব পালনকালে কোনও অবৈধ কর্মকাণ্ডে জড়িত, ঋণ খেলাপি, আদালতের মাধ্যমে দেউলিয়া ঘোষিত ব্যক্তিদের স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারবে না ব্যাংক।

নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকের সুশাসন নিশ্চিত করার জন্য উপযুক্ত ও পেশাগতভাবে দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হওয়া অপরিহার্য।

ব্যাংকের অর্থ সংগ্রহের প্রধান উৎস হলো আমানতদারীদের অর্থ জমা রাখা। আমানতদারীর স্বার্থ রক্ষার্থে ব্যাংকের জন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা আবশ্যক।

স্বতন্ত্র পরিচালকের সংজ্ঞায় বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ১৫ এর উপধারা (৯) এর ব্যাখ্যা অনুযায়ী, স্বতন্ত্র পরিচালক বলতে এমন ব্যক্তিকে বুঝাবে যিনি ব্যাংকের ব্যবস্থাপনা ও শেয়ারধারক থেকে স্বাধীন এবং যিনি কেবল ব্যাংকের স্বার্থে মতামত দেবেন। ব্যাংকের সঙ্গে কিংবা ব্যাংক সংশ্লিষ্ট কোনও ব্যক্তির সঙ্গে যার অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনও প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত নেই।

স্বতন্ত্র পরিচালকের সংখ্যার বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, অন্যূন ৩ জন স্বতন্ত্র পরিচালকসহ কোনও ব্যাংকে সর্বোচ্চ ২০ জন পরিচালক থাকবেন। তবে কোনও ব্যাংকের পরিচালক ২০ জনের নিচে হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা অন্যূন ২ জন হবে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ১৫(৯) ধারায় ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা এখন থেকেই কার্যকর করতে নির্দেশনা দিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

তবে বর্তমানে যারা এই শর্তগুলো পূরণ না করেও স্বতন্ত্র পরিচালক আছেন তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বহাল রাখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আর্থিক সুবিধাদির বিষয়ে বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালকরা প্রতি মাসে স্থায়ী সম্মানী হিসেবে ৫০ হাজার টাকা (প্রযোজ্য কর কর্তন সাপেক্ষে) পাবেন, পরিচালনা পর্ষদ বা সহায়ক কমিটির প্রতিটি সভায় উপস্থিতির জন্য সম্মানী হিসেবে পাবেন সর্বোচ্চ ১০ হাজার টাকা। তবে যত সভা হোক না কেন, প্রতি মাসে সর্বোচ্চ পরিচালনা পর্ষদের ২টি, নির্বাহী কমিটির ৪টি, অডিট কমিটির ১টি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ১টি সভায় উপস্থিতির জন্য আলোচ্য সম্মানী পাবেন স্বতন্ত্র পরিচালকরা।

এবার এনআরবি ব্যাংক এমডির পদত্যাগ পরবর্তী

এবার এনআরবি ব্যাংক এমডির পদত্যাগ

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর