রোজায় ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

রোজায় ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

বর্তমানে ব্যাংকের অফিস সূচি হচ্ছে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলে সাড়ে তিনটা পর্যন্ত। ফাইল ছবি

রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংক বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক সার্কুলারে রোজার মাসের জন্য এই সময়সূচি ঘোষণা করেছে। সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, পবিত্র রমজানে সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

সেই সিদ্ধান্তের আলোকে ব্যাংকে লেনদেনের সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, রোজায় সব সরকারি-বেসরকারি ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থকে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন চলবে সাড়ে ৯টা থকে দুপুর আড়াইটা পর্যন্ত।

দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে। এই বিরতির সময়ে স্বাভাবিক সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে ব্যাংকের অফিস সূচি হচ্ছে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলে সাড়ে তিনটা পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হতে পারে।

রিজার্ভ চুরি: অর্থ উদ্ধার নিয়ে যা বলল বাংলাদেশ ব্যাংক পরবর্তী

রিজার্ভ চুরি: অর্থ উদ্ধার নিয়ে যা বলল বাংলাদেশ ব্যাংক

কমেন্ট