ভারতে সোনালী ব্যাংককে সোয়া কোটি টাকা জরিমানা
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গত ১৪ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংককে ৯৬ লাখ ৪০ হাজার রুপি জরিমানা করার কথা জানায়।
ঋণ তথ্য সংক্রান্ত নির্দেশনা পরিপালনে ব্যর্থ হওয়ায় ভারতে অর্থদন্ডের মুখে পড়েছে বাংলাদেশের সোনালী ব্যাংক।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গত ১৪ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংককে ৯৬ লাখ ৪০ হাজার রুপি জরিমানা করার কথা জানায়।
বর্তমান বিনিময় হার (প্রতি রুপি ১.৪ টাকা) হিসাবে টাকার অঙ্কে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১ কোটি ৩৫ লাখ টাকা।
আরবিআই’র ওয়েবসাইটে প্রকাশিত সোনালী ব্যাংককে জরিমানা সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রর্যায়ক্রমিক ঝুঁকি শ্রেণীকরণ পর্যালোচনা বাস্তবায়নে ব্যর্থতা, ঝুঁকি শ্রেণীকরণের সঙ্গে অসঙ্গতিপূর্ণ লেনদেনে সতর্কতা জারির শক্তিশালী সফটওয়্যার ব্যবহার না করা, সুইফট-সম্পর্কিত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ না করা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ‘অল ক্রেডিট ইনফরমেশন কোম্পানি’র সদস্য হতে না পারায় সোনালী ব্যাংককে এই জরিমানা করা হয়।
জানা গেছে, ১৯৭৪ সালে কোলকাতায় ব্যাংকিং কার্যক্রম চালুর মধ্য দিয়ে ভারতে ব্যবসা শুরু করে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক। তবে এ জন্য আরবিআই থেকে সোনালী ব্যাংক পিএলসি, ইন্ডিয়া নামে আলাদা নিবন্ধন নিতে হয় ব্যাংকটিকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণ, অগ্রিম ও গ্রাহকের তথ্য (কেওয়াইসি) সংক্রান্ত বিধি-বিধানসহ আরও বেশ কিছু নিয়ম অমান্য করায় সোনালী ব্যাংক পিএলসিকে জরিমানা করা হয়েছে। এর জেরে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে কোনো লেনদেন বা চুক্তি প্রভাবিত হবে না। এই জরিমানা ছাড়া সোনালী ব্যাংকের বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সোনালী ব্যাংকের আর্থিক পরিস্থিতি মূল্যায়নে বিধিবদ্ধ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছিল আরবিআই। তাতে কিছু অনিয়ম পাওয়ায় ব্যাংকটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
তবে এর আগে সোনালী ব্যাংককে নোটিশ দিয়ে জবাব চেয়েছিল আরবিআই। এ নিয়ে অনুষ্ঠিত এক শুনানীতে সোনালী ব্যাংকের জবাব সন্তোষজনক না হওয়ায় আনিত অভিযোগ সত্য বলে গণ্য হয়।
একই দিন ভারতের একটি বাণিজ্যিক ব্যাংককেও মোটা অঙ্কের জরিমানা করে আরবিআই। সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া নামের এই সরকারি ব্যাংকটিকে ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার রুপি জরিমানা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তুকির মাধ্যমে সরকারের কাছ থেকে আদায়যোগ্য শর্তে একটি করপোরেশনকে চলতি মূলধন ঋণের অনুমোদন দিয়েছিল সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। নিয়ম লঙ্ঘন করে এই ঋণের অনুমোদন দেওয়ায় সরকারি ব্যাংকটিকে জরিমানা করা হয়ে।
২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার আর্থিক পরিস্থিতি মূল্যায়নে বিধিবদ্ধ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছিল আরবিআই। এরপরই সেন্ট্রাল ব্যাংকের বিরুদ্ধে এ ব্যবস্থা নিল আরবিআই।
এর আগে অবশ্য সেন্ট্রাল ব্যাংককে নোটিশ দিয়ে জবাবদিহি চেয়েছিল আরবিআই। নোটিশের জবাবে শুনানিতে সেন্ট্রাল ব্যাংকের পক্ষে যা বলা হয়েছে, তা থেকে এটা স্পষ্ট যে উল্লিখিত অভিযোগ সত্য। এই বাস্তবতায় আর্থিক জরিমানা করার প্রয়োজনীয়তা আছে।
কমেন্ট