ব্যাংক থেকে ৩ লাখ টাকা তোলা যাবে এই সপ্তাহে

ব্যাংক থেকে ৩ লাখ টাকা তোলা যাবে এই সপ্তাহে

তবে চেকের মাধ্যমে একজন গ্রাহক ৩ লাখ টাকার বেশি উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

চলতি সপ্তাহে ব্যাংক থেকে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ ৩ লাখ টাকা তুলতে পারবেন। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এসএমএসের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এ জন্য এক হিসাব থেকে ২ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না৷ চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।

তবে চেকের মাধ্যমে একজন গ্রাহক ৩ লাখ টাকার বেশি উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক থেকে এমন নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক ব্যবস্থাপনা পরিচালক।

নাম প্রকাশ না করার শর্তে এই ব্যবস্থাপনা পরিচালক এআরএইচ ডট নিউজকে বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে একজন গ্রাহক ব্যাংক থেকে নগদ ৩ লাখ টাকার বেশি তুলতে পারবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার থেকে পুরো সপ্তাহ এই নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে।”

এর আগে গত ৮ আগস্ট একজন গ্রাহকের সর্বোচ্চ ১ লাখ টাকা তোলার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

১১ থেকে ১৫ আগস্ট সপ্তাহে সর্বোচ্চ ২ লাখ টাকা তোলার সুযোগ দেওয়া হয়েছিল।

রবিবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে তা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে।

অবশ্য কোনো ব্যবসায়ী বেতন-ভাতা পরিশোধের জন্য নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে। আবার প্রবাসীর বড় অংকের টাকা আসলে নিরাপত্তা নিশ্চিত করে তাও তুলতে কোনো সমস্যা নেই।

এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব পরবর্তী

এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

কমেন্ট