এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হলো আরও দুই ব্যাংক

এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হলো আরও দুই ব্যাংক

ফলে আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপ এই দুই ব্যাংকের নিয়ন্ত্রণও হারাতে যাচ্ছে।

রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা লেগেছে আরও দুই বেসরকারি ব্যাংকে। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংকের পর ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ফলে আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপ এই দুই ব্যাংকের নিয়ন্ত্রণও হারাতে যাচ্ছে।

মঙ্গলবার গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মু. ফরীদ উদ্দীন আহমদকে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে।

আর গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নূরুল আমিনকে। এই ব্যাংকেও পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংক।

গ্লোবাল ইসলামী ব‌্যাংকের অন‌্য চার স্বতন্ত্র পরিচালক হ‌লেন- বাংলা‌দেশ ব‌্যাং‌কের সা‌বেক নির্বাহী প‌রিচালক জামাল মোল্লা, ইসলামী ব্যাংকের সা‌বেক উপব‌্যবস্থাপনা প‌রিচালক (ডিএম‌ডি) নুরুল ইসলাম খ‌লিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক আবু হেনা রেজা হাসান, চার্টার্ড অ‌্যাউন্টেন্ট মু. মাহমুদ হোসেন।

ইউনিয়ন ব্যাংকে অন‌্য চার স্বতন্ত্র পরিচালক হ‌লেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলাম।

আওয়ামীলীগ সরকার আমলে ২০১৭ সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে গিয়েছিল দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকেও অস্থিরতা চলছে। ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করতে একটি পক্ষ সোচ্চার হওয়ার পর গত ১২ আগস্ট গোলাগুলিও হয়।

তার ১০ দিন পর গত ২১ আগস্ট এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনার কথা জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দি‌য়ে সরকারের সহ‌যোগিতায় ছোট আকা‌রে পর্ষদ গঠন করা হবে। পাশাপাশি দুই-এক‌দি‌নের মধ্যেই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

পরের দিন ২২ আগস্ট রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে চার জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। তারা হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক ড. এম মাসুদ রহমান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আবদুস সালাম।

নীতি সুদহার বেড়ে ৯ শতাংশে উঠল পরবর্তী

নীতি সুদহার বেড়ে ৯ শতাংশে উঠল

কমেন্ট