অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার

তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানিয়েছে।

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকার। তিনি এক সময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেন।

তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানিয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ব্যাংকিং খাতে অভিজ্ঞ এই কর্মকর্তা এক সময় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

সবশেষ ঢাকা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ছিলেন তিনি।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। রাজনৈতিক এই পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হতে থাকে রদবদল। কোথাও শীর্ষ ব্যক্তিরা পদত্যাগ করেন, কোথাও করতে বাধ্য করা হয়। কোথাও কোথাও নতুন সরকারের পক্ষ থেকেই নতুনি নিয়োগ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ান জায়েদ বখত। গত ২৮ আগস্ট তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং ১ সেপ্টেম্বর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

যার ফলে ফাঁকা হয় ব্যাংকটির চেয়ারম্যান পদ। এর ছয় দিনের মাথায় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে।

যিনি ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড ঢাকার পরিচালক এবং ট্রেড হাব (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এর আগে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে জিয়াউল হাসান সিদ্দিককে গত ২০ আগস্ট অব্যাহতি দেওয়া হয়। এরপর ২৮ আগস্ট সাবেক কম্পট্রোরাল অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান হান্নান চৌধুরী পরবর্তী

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান হান্নান চৌধুরী

কমেন্ট