বৃহস্পতিবার বন্ধ থাকবে সব ব্যাংক
নির্বাহী আদেশে ১০ অক্টোবর বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে ওইদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই ছুটির বিজ্ঞপ্তি অনুসরণ করে সরকারি ও বেসরকারি ব্যাংকেও ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে ছুটির সার্কুলার জারি করা হয়।
সেখানে বলা হয়, “নির্বাহী আদেশে ১০ অক্টোবর বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে ওইদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।”
তবে, সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) থাকা ব্যাংকের শাখা, উপ-শাখা ও বুথ সার্বক্ষণিক খোলা থাকবে বলে উল্লেখ করা হয় ওই সার্কুলারে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।
কমেন্ট