সরকারি ১০ ব্যাংকে নতুন এমডি

সরকারি ১০ ব্যাংকে নতুন এমডি

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত সুপারিশের ভিত্তিতে এই ১০ ব্যাংকের শীর্ষ পদে নতুন নিয়োগের জন্য ১৭ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। অনুমোদন পাওয়ার পর সোমবার রাতে এসব নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংক ও চারটি বিশেষায়িত ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত সুপারিশের ভিত্তিতে এই ১০ ব্যাংকের শীর্ষ পদে নতুন নিয়োগের জন্য ১৭ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল।

প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পর সোমবার রাতে এসব নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রমালিকানাধীন ছয় বাণিজ্যিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

তাতে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি শওকত আলী খান। জনতা ব্যাংকের এমডি হয়েছেন মজিবর রহমান। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক এমডি।

অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম। রূপালী ব্যাংকের এমডি হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএলের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন। আর বেসিক ব্যাংকের এমডি হয়েছেন জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খান।

নতুন ছয় এমডির প্রত্যেককে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী তাদের নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ছয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

গত ১৯ সেপ্টেম্বর একসঙ্গে রাষ্ট্রায়ত্ত্ব ছয় ব্যাংকের এমডিকে অপসারণ করে সরকার। এই এক মাস রাষ্ট্রায়ত্ত্ব সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এমডি ছাড়াই চলেছে।

অন্যদিকে চারটি বিশেষায়িত ব্যাংকে নতুন এমডি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে দেখা যায়, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি হিসেবে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানুকে। বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ও প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা ২০২৩’ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকরা নীতিমালা/প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

আগস্টে মোবাইলে লেনদেন বেড়েছে, কমেছে গ্রাহক পরবর্তী

আগস্টে মোবাইলে লেনদেন বেড়েছে, কমেছে গ্রাহক

কমেন্ট