বিদেশে চিকিৎসার জন্য ১৫ হাজার ডলার নেওয়া যাবে
আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকগুলো ১০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারত। এই সীমা আরও পাঁচ হাজার ডলার বাড়ানো হলো।
বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত চিকিৎসা খরচ পাঠানো যাবে। কারও চিকিৎসার প্রয়োজনে আরও বেশি ডলারের পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। যে ব্যাংকের মাধ্যমে পাঠানো হবে, সেই ব্যাংককে অনুমতি নিতে হবে।
আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকগুলো ১০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারত। এই সীমা আরও পাঁচ হাজার ডলার বাড়ানো হলো।
সার্কুলারে বলা হয়েছে, নতুন অনুমোদিত সীমার মধ্যে গ্রাহক সর্বোচ্চ নগদে নিতে পারবেন ৫ হাজার ডলার। বাকি অর্থ ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে নেওয়া যাবে।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।
নানা ধরনের ভিসা জটিলতা হওয়ায় উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের অনেকেই এখন ভারতের বিকল্প হিসেবে অন্য দেশে ছুটছেন। ভারত ছাড়া তারা অন্য যেসব দেশে চিকিৎসার জন্য যেতে আগ্রহী, সেই দেশগুলোর মধ্যে আছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ওই সব দেশে চিকিৎসা খরচ কিছুটা বেশি। এ জন্য তাদের বেশি ডলারের প্রয়োজন হচ্ছে।
এমন পরিস্থিতিতে বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ানো হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ভারতে ভিসা পেতে সমস্যা হওয়ায় মানুষ অন্য দেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এসব দেশে চিকিৎসা ব্যয় কিছুটা বেশি হওয়ায় অনেক গ্রাহক বৈধপথে অর্থ নিতে সমস্যায় পড়ছেন। এ জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকগুলোকে চিকিৎসা ব্যয় বাবদ অর্থ ছাড় করার সুযোগ দেওয়া হয়েছে।
বৈধপথে চিকিৎসা খরচ নেওয়ার ব্যবস্থা সহজ হলে মানুষ হুন্ডিতে ঝুঁকবে না। আর হুন্ডি বাড়লে প্রবাসী আয় কমে যাবে। এ জন্য চিকিৎসা ব্যয় বিদেশে নেওয়া সহজ করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
চলতি মাসের প্রথম সপ্তাহে পড়াশোনাসহ বিভিন্ন খাতে বিদেশে খরচ পাঠানোর জন্য বিধিবিধান সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।
আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের ব্যাংকগুলো সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসাসংক্রান্ত ব্যয় ইত্যাদি খরচ পাঠাতে পারবে।
কমেন্ট