ধনীর বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রে শুল্ক ছাড়

ধনীর বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রে শুল্ক ছাড়

যন্ত্রটি আমদানিতে সবমিলে ২৭ দশমিক ১ শতাংশ কর ও শুল্ক কমানো হয়েছে। ফলে এখন থেকে এই যন্ত্রটি ৩১ দশমিক ৫০ শতাংশ শুল্ক ও কর দিয়ে আমদানি করা যাবে।

বায়ু বিশুদ্ধকারী সরঞ্জাম এয়ার পিউরিফায়ার আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ও অগ্রিম কর পুরোটা প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া ১৫ শতাংশ ছাড় দিয়ে আমদানিশুল্ক নামিয়ে আনা হয়েছে মাত্র ১০ শতাংশে।

যন্ত্রটি আমদানিতে সবমিলে ২৭ দশমিক ১ শতাংশ কর ও শুল্ক কমানো হয়েছে। ফলে এখন থেকে এই যন্ত্রটি ৩১ দশমিক ৫০ শতাংশ শুল্ক ও কর দিয়ে আমদানি করা যাবে।

মঙ্গলবার এনবিআরের জারি করা এক প্রজ্ঞাপনে যন্ত্রটির ওপর এই কর ছাড় ও প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে সরকারের রাজস্ব বাড়াতে অর্থবছরের মাঝামাঝিতে এসে বিস্কুট, কেকসহ দেশের সাধারণ মানুষের প্রয়োজনীয় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট, শুল্ক ও কর বাড়ানো নিয়ে ব্যাপক সমালোচনা হলেও ধনিক শ্রেণির ব্যবহৃত এয়ার পিউরিফায়ার বা বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রের আমদানি শুল্ক কমানো হয়েছে।

মূলত পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

বর্তমানে এয়ার পিউরিফায়ার আমদানির জন্য ২৫ শতাংশ আমদানি শুল্ক, ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ৫ শতাংশ অগ্রিম করসহ মোট ৫৮ দশমিক ৬০ শতাংশ বিভিন্ন ধরনের কর ও শুল্ক দিতে হয়।

এনবিআর জানায়, বর্তমানে বিশ্বে বায়ু দূষণে শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। এ দূষণের ফলে দেশের সর্বসাধারণের জনস্বাস্থ্য ও ব্যাপক আর্থ সামাজিক ক্ষতি হচ্ছে।

এমন বাস্তবতায় পরিস্থিতি মোকাবিলায় কার্যকর বায়ু দূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক হ্রাস এবং রেগুলেটরি শুল্ক ও আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

এখন থেকে প্রতিটি এয়ার পিউরিফায়ার আমদানির খরচ প্রকারভেদে দেড় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত কমবে এবং  সহজলভ্য হবে। আর এর বহুল ব্যবহার বায়ু দূষণের বিরূপ প্রভাব প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছে এনবিআর।

গত ১২ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমাতে ডিও লেটার দেন। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে বায়ুদূষণ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বায়ুদূষণ মোকাবিলায় এয়ার পিউরিফায়ারের মতো কার্যকর দূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করা অত্যন্ত জরুরি।

উচ্চ শুল্কের কারণে পিউরিফায়ারের দাম সাধারণ জনগণ ও স্কুল, হাসপাতালের মতো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সহজলভ্য নয়। শুল্ক হ্রাস এই যন্ত্রগুলোকে সহজলভ্য করলে তা বায়ুদূষণ থেকে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

চিঠিতে আরও বলা হয়, এয়ার পিউরিফায়ারের ব্যবহার জনস্বাস্থ্য রক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে সহায়তা করবে। এয়ার পিউরিফায়ারের ওপর শুল্ক কমানোর ফলে প্রাথমিকভাবে রাজস্ব হ্রাস পেলেও দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য উন্নতি ও স্বাস্থ্যসেবা ব্যয়ের চাপ কমে সরকারের আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে। উপরন্তু শুল্ক আংশিকভাবে কমালে এয়ার পিউরিফায়ারের আমদানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক রাজস্ব ক্ষতিপূরণ হতে পারে।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সার-সংক্ষেপের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের ১ জানুয়ারির বৈঠকে এয়ার পিউরিফায়ার আমদানির শুল্ক ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষরিত সেই সিদ্ধান্ত এনবিআরে পাঠানো হলে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫০ শতাংশ হয়েছে।

চিঠিতে পরিবেশ উপদেষ্টা আরও জানান, ২০১৯ সালে বায়ুদূষণের কারণে দেশের জিডিপির প্রায় ৮ দশমিক ৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়ুদূষণের কারণে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ মানুষের গড় আয়ুতে নেতিবাচক প্রভাব পড়ছে।

আইএমএফের পরামর্শে গত ৯ জানুয়ারি কর-জিডিপি অনুপাত বাড়াতে তাজা ও শুকনা ফলমূল, বিস্কুট, কেক, আচার, টমেটো কেচাপ/সস, ফলের রস, ইলেকট্রলাইট ড্রিংকস, টয়লেট টিস্যু, সেনিটারি ন্যাপকিন, সাবান-ডিটারজেন্টের মতো নিত্য ব্যবহার্য শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় এনবিআর।

সাধারণ মানুষ এসব পণ্য ব্যবহার করে থাকে। একই সঙ্গে দেশীয় ইলেকট্রনিক্স শিল্পের করহারও বাড়ানো হয়েছে।

সমালোচনার মধ্যেও ভ্যাট নিয়ে সেই আগের কথাই বললেন সালেহ উদ্দিন পূর্ববর্তী

সমালোচনার মধ্যেও ভ্যাট নিয়ে সেই আগের কথাই বললেন সালেহ উদ্দিন

এবার বিস্কুটসহ প্রক্রিয়াজাত খাদ্যের ভ্যাট নিয়ে আন্দোলনের হুমকি পরবর্তী

এবার বিস্কুটসহ প্রক্রিয়াজাত খাদ্যের ভ্যাট নিয়ে আন্দোলনের হুমকি

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর