সয়াবিন তেলের দাম ১০ টাকা কমাল টিসিবি
ফাইল ছবি
সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি।
মঙ্গলবার থেকে সারা দেশে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিপণন শুরু হবে। সকাল ১০টায় রাজধানী ঢাকার তেজগাঁও তিব্বত মোড়ে টিসিবির পণ্য বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
জুন মাসের এই বিপণনে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা করে কমিয়েছে সংস্থাটি।
জুন মাসের জন্য টিসিবির মূল্য তালিকায় দেখা যায়, একজন কার্ডধারী ভোক্তা ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
খোলা বাজারেও খুচরায় সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা করে কমিয়েছে সরকার।
আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় কোরবানির ঈদের আগে দাম আরও কমতে পারে বলে আভাস দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
খোলা বাজারে এখন বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত মূল্য লিটার ১৮৯ টাকা। চিনি প্রতিকেজি ১২৫ টাকা এবং মসুর ডাল প্রতিকেজি ১১০ টাকা থেকে ১৪০ টাকা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, সরকারের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যা (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান। সে লক্ষ্যে জুন মাসের বিক্রয় কার্যক্রম ১৩ তারিখ থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে।
এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।
গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা এবং পাম অয়েল ২ টাকা কমানো হয়েছে।
সভা শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিক বলেন, “এখন থেকে প্রতি লিটার বোতলের সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়, খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৬৭ টাকায়। আর পাম তেলের দাম লিটারে দুই টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।"
“আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি-না।”
এর আগে গত ৪ মে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা এবং বোতলের সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয় সে সময়। আর এছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা।
বাংলাদেশে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সে সময় এক বিবৃতিতে বলেছিল, ভোজ্য তেল আমদানিতে ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভোজ্য তেলের ওই দাম ঠিক করা হয়েছে।
কমেন্ট