১৫ বছরের বেশি বয়সী ৭৪ শতাংশের হাতে মোবাইল ফোন

১৫ বছরের বেশি বয়সী ৭৪ শতাংশের হাতে মোবাইল ফোন

ফাইল ছবি

এক বছরের ব্যবধানে দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট উভয়ের ব্যবহারই বেড়েছে; ২০২২ সালে ১৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার ৭৩ দশমিক ৮ শতাংশ মানুষের হাতে ছিল মোবাইল ফোন।

আর এ বয়সসীমার জনগোষ্ঠীর মধ্যে ৪৫ দশমিক ৫ শতাংশ মানুষ ওই বছর ইন্টারনেট ব্যবহার করেছেন।

মঙ্গলবার প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল স্ট্যাটিসটিকস ২০২২’প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

রাজধানীর শেরে বাংলা নগরে পরিসংখ্যান ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিবিএসের ডেমোগ্রাফি অ্যান্ড হেল্থ উইংয়ের উপপরিচালক ও প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগের বছরের চেয়ে ২০২২ সালে ইন্টারনেট ও মোবাইল ব্যবহারকারীর হার যতটা বেড়েছে, সেই তুলনায় স্বাক্ষরতার হার ততটা বাড়েনি।

সর্বশেষ এ জরিপের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের ৭ বছরের বেশি বয়সী জনসংখ্যার ৭৬ দশমিক ৮ শতাংশ স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। ২০২১ সালে এ হার ছিল ৭৬ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ এক বছরে স্বাক্ষরতার হার মাত্র শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

প্রতিবেদন উপস্থাপনকালে উপ পরিচালক আলমগীর জানান, ২০২২ সালে দেশের দুই হাজার ১২টি ইউনিট, ৩ লাখ ৬ হাজার ৯৫৪টি খানা এবং ১৩ লাখ ২ হাজার ৭৮৮ জনের ওপর জরিপ চালিয়ে বার্ষিক এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ১৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার ৭৩ দশমিক ৮ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। আগের বছরের চেয়ে এ হার প্রায় আড়াই শতাংশীয় পয়েন্ট বেশি। ২০২১ এ বয়সসীমার জনসংখ্যার ৭১ দশমিক ৩ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করতেন।

অপরদিকে ২০২২ সালে ৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার ৫৯ দশমিক ৬ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করতেন। এর আগের বছর এ হার ছিল ৫৭ দশমিক ৬ শতাংশ।

এদিকে ৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার মধ্যে ৪১ শতাংশ মানুষ ২০২২ সালে ইন্টারনেট ব্যবহার করেন। ২০২১ সালে ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩৯ দশমিক ২ শতাংশ। এক বছরের ব্যবধানে বেড়েছে ১ দশমিক ৮০ শতাংশীয় পয়েন্ট।

প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালে ১৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার মধ্যে ৪৫ দশমিক ৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেছেন। আগের বছর যা ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ।

তবে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে। ৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৪৭ দশমিক ৬ শতাংশ পুরুষ ইন্টারনেট ব্যবহারকারী এবং নারীদের ক্ষেত্রে এ হার ৩৪ দশমিক ৬ শতাংশ।

অপরদিকে ১৫ বছর বয়সী জনসংখ্যাতেও ইন্টারনেট ব্যবহারে নারীরা পিছিয়ে। ৫৩ দশমিক ৯ শতাংশ পুরুষের বিপরীতে নারীর হার ৩৭ দশমিক ৬ শতাংশ। 

 

 

 

 

টিসিবি কার্ডে ৫ কেজি চালও মিলবে পরবর্তী

টিসিবি কার্ডে ৫ কেজি চালও মিলবে

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর