ছাদ বাগান করলে গৃহ করে ১০% ছাড়

ছাদ বাগান করলে গৃহ করে ১০% ছাড়

ফাইল ছবি

সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্স বা গৃহ করে ১০ শতাংশ ছাড় দেবে সরকার।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।

ছাদ বাগান করলে বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্সে ছাড় দেওয়ার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি আবেদন করেছিল।

সেই আবেদন বিবেচনায় নিয়ে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার জন্য ছাদ বাগানের মালিকদের হোল্ডিং ট্যাক্সের উপর ১০ শতাংশ ছাড়ের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তাজুল ইসলাম।

সিটি করপোরেশন এলাকায় কত টাকা হোল্ডিং ট্যাক্স দিতে হবে, তা নির্ধারণ করা হয় বাড়ির ধরণ ও আকার, সেটি আবাসিক না বাণিজ্যিক, প্রধান সড়কের পাশে না গলির ৩০০ ফুটের মধ্যে- ইত্যাদি বিষয় বিবেচনা করে সিটি করপোরেশন ট্যাক্স মূল্যায়ন করে।

সেই মূল্যায়নের অঙ্কের ওপর ১২ শতাংশ হারে বাষিক কর ধার্য করা হয়। ১২ শতাংশ করের মধ্যে ৭ শতাংশ হোল্ডিং কর, ২ শতাংশ পরিচ্ছন্ন কর ও ৩ শতাংশ বাতি কর। তবে নিজের বাড়িতে থাকলে বা ঋণ নিয়ে বাড়ি করে থাকলে কর হারে ছাড় পাওয়া যায়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ছাদ বাগান করার সাথে সাথে বাগানের পরিচর্যা করতে হবে, যাতে সেখানে মশার বংশবৃদ্ধি না হয়। সেসব ক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্সে ছাড় দেওয়া হবে।

ছাদ বাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে কিনা, তা কে তদারকি করবে, সেই প্রশ্নে স্থানীয় তাজুল ইসলাম বলেন, “সিটি করপোরেশন ইন্সপেকশন করবে। হোল্ডিং ট্যাক্স যখন দেওয়া হয় কত স্কয়ার ফুটের বাড়ি সেটি তো অ্যাসেসমেন্ট করা হয়, তখন তো ইন্সপেকশন করে। ছাদ বাগান আছে কিনা ইন্সপেকশন করবে।”

সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় বেশি বেশি ছাদ বাগান হলে গরম কমাতে তা সহায়ক হবে বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “আবেদন করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন, এর সুবিধা পাচ্ছে সবাই। তাপমাত্রা কমাতে এটি সহায়ক হবে।”

 

 

কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, চাহিদার চেয়ে বেশি ২১ লাখ পরবর্তী

কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, চাহিদার চেয়ে বেশি ২১ লাখ

কমেন্ট