সোনার ভরি ফের লাখ টাকার নিচে নামলো

সোনার ভরি ফের লাখ টাকার নিচে নামলো

বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৯৯ হাজার ৯৬০ টাকায় বিক্রি হবে। ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কমছে। এক মাস পর সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি লাখ টাকার নিচে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

বুধবার রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৯৯ হাজার ৯৬০ টাকায় বিক্রি হবে।

সবশেষ গত ২৫ আগস্ট ভালো মানের এক ভরি সোনার দাম ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে এক লাখ এক হাজার ২৪৪ টাকা টাকা নির্ধারণ করে দিয়েছিল বাজুস।

তার আগে ২১ জুলাই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে প্রথমবারের মত সোনার ভরি এক লাখ টাকা ছাড়ায়। ২২ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ৭৭৭ টাকায় গিয়ে ‍ওঠে।

১৮ আগস্ট এই মানের সোনার কমায় বাজুস; ভরি ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করে দেয়। এক সপ্তাহ পর ২৫ আগস্ট দাম ফের বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা নির্ধারণ করা হয়।

এক মাস পর বুধবার ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৪ টাকা কমনোর ঘোষণা দিয়েছে। এতে বৃহস্পতিবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ৯৯ হাজার ৯৬০ টাকা।

অন্যান্য মানের সোনার দরও একই হারে কমেছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৪ টাকা কমবে। এতে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ৯৯ হাজার ৯৬০ টাকা।

এ ছাড়া হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৯৫ হাজার ৪১২ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ৭৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৮ হাজার ১১৮ টাকায় বিক্রি হবে।

হিসাব বলছে, ২১ ক্যারেটে সোনার প্রতি ভরিতে ১ হাজার ২২৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৯৩৩ টাকা দাম কমেছে।

বুধবার পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ৮১৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৯ হাজার ৫১ টাকায় বিক্রি হয়েছে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকছে। হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট রুপা আগের মতোই ১ হাজার ৭১৫ টাকায় বিক্রি  হবে।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ৯৫ ডলার ছাড়াল পরবর্তী

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ৯৫ ডলার ছাড়াল

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর