৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

টিসিবি জানিয়েছে, বিগত কয়েক বছরের আলোকে ও পেঁয়াজের খারাপ মৌসুমের বিবেচনায় সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে।

গত ১৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো ডিম ও আলুর সঙ্গে পেঁয়াজের দাম বেঁধে দিয়েছিল সরকার। কিন্তু এক মাস হতে চললেও এই পণ্যটির দামও কমেনি; উল্টো আগের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।

দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকা ছুঁয়েছে। যখন পেঁয়াজের দর বেঁধে দেওয়া হয়,তখন দেশি পেঁয়াজের কেজি ছিল ৭৫ থেকে ৮০ টাকা।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদিনের খুচরা বাজার দর অনুযায়ী, রোববার রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে।

কিন্তু শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও শেওড়াপাড়া—এই তিন কাঁচাবাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ।

এ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগরীতে টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হবে। সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে।

টিসিবি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক বছরের আলোকে ও পেঁয়াজের খারাপ মৌসুমের বিবেচনায় সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে।

তবে এ কার্যক্রম টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

সোমবার থেকে টিসিবির নিয়মিত পণ্যের সঙ্গে পেঁয়াজও কেনা যাবে বলে রোববার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টিসিবির পরিবার কার্ডধারী একজন গ্রাহক এতদিন ৩০ টাকা কেজি দরে মাসে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারছিলেন। এর সঙ্গে এখন থেকে তিনি ৩৫ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক বছরের আলোকে লিন পিরিয়ড (খারাপ মৌসুম) বিবেচনায় ৯ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রি করা হবে।

দেশে পেঁয়াজের দাম গত কিছুদিন ধরেই বাড়তি। দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি করা পেঁয়াজের দামও বেড়েছে।

এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ঢাকার অনেক বাজারে এখন এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকা। আমদানি করা পেঁয়াজও ৮০ টাকার নিচে মিলছে না।

বেঁধে দেওয়া তিন পণ্যের দাম না কমে উল্টো বাড়ছে পরবর্তী

বেঁধে দেওয়া তিন পণ্যের দাম না কমে উল্টো বাড়ছে

কমেন্ট