এবার বাড়ল সোনার দাম, ভরি ৯৯,৩৭৭ টাকা
বুধবার পর্যন্ত ৯৭ হাজার ৪৪ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য মানের সোনার দরও একই হারে কমেছে।
এবার বাড়ল সোনার দাম। এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।
বুধবার রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৯৯ হাজার ৩৭৭ টাকায় বিক্রি হবে।
বুধবার পর্যন্ত ৯৭ হাজার ৪৪ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য মানের সোনার দরও একই হারে বেড়েছে।
এর আগে টানা তিন দফা মূল্যবান এই ধাতুর দাম কমানো হয়েছিল। যার ফলে ভরি লাখ টাকার নিচে নেমে এসেছিল।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
সবশেষ গত ৪ অক্টোবর রাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দর ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়। ৫ অক্টোবর থেকে ওই দর কার্যকর হয়।
তার আগে ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দর ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়। ১ অক্টোবর থেকে কার্যকর হয় ওই দর। তার তিন আগে ২৭ সেপ্টেম্বর এই মানের সোনার দাম ভরিতে কমানো হয়েছিল ১ হাজার ২৮৪ টাকা।
২৫ আগস্ট ভালো মানের এক ভরি সোনার দাম ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে এক লাখ এক হাজার ২৪৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
২১ জুলাই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে প্রথমবারের মত সোনার ভরি এক লাখ টাকা ছাড়ায়। ২২ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ৭৭৭ টাকায় গিয়ে ওঠে।
১৮ আগস্ট এই মানের সোনার দাম কমায় বাজুস; ভরি ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করে দেয়। এক সপ্তাহ পর ২৫ আগস্ট দাম ফের বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা নির্ধারণ করা হয়।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ৯৯ হাজার ৩৭৭ টাকা; বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।
বুধবার পর্যন্ত এই মানের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা।
এ ছাড়া বৃহস্পতিবার থেকে হলমার্ক করা ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৪ হাজার ৩৮৮ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ৬৭ হাজার ৭৬৮ টাকা।
বুধবার পর্যন্ত হলমার্ক করা ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৬ হাজার ১৩৫ টাকায় বিক্রি হয়েছে।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে।
গত কয়েক মাস ধরে দেশের বাজারে সোনার বাড়তি দাম দেখা যাচ্ছে। চলতি বছরের শুরুতে সোনার ভরি ৯০ হাজার টাকা ছাড়িয়ে যায়।
গত ১৯ মার্চ সোনার ভরিপ্রতি দাম একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। তাতে সোনার ভরি ৯৮ হাজার ৭৯৪ টাকায় পৌঁছায়।
তারপর কয়েক দফা দামের উত্থান-পতনের পর ২১ জুলাই প্রথমবারের মতো দেশের বাজারে সোনার ভরি এক লাখ টাকা ছাড়িয়ে যায়।
আন্তর্জাতিক বাজার
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম খানিকটা বেড়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম, ২.৬৫ ভরি) সোনা ১ হাজার ৮৭০ ডলার ১১ সেন্টে বিক্রি হয়েছে।
আগের দিনের চেয়ে বেড়েছে ১০ ডলার ৩৬ সেন্ট বা দশমিক ৫৬ শতাংশ।
গত ৪ অক্টোবর বাজুস যখন সোনার দাম কমানোর ঘোষণা দেয় তখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮১৮ ডলার ৪৩ সেন্ট।
বিশ্বে সোনাকেই সবচেয়ে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পণ্য হিসেবে ধরা হয়। বলা হয়, একমাত্র এই পণ্যটির দরেই সাধারণত বড় ধরনের অস্থিতিশীলতা দেখা যায় না। এটি কিনে রাখলে লোকসানের ভয় নেই।
সে কারণেই সোনার প্রতি সবার এত আকর্ষণ। ৫০ বছর আগে কেউ সোনা কিনে রাখলেও তা ভালো বিনিয়োগ হিসেবেই বিবেচিত। শেয়ারবাজার, ডলার বা অন্য কিছু-এই নিশ্চয়তা দেয় না।
কমেন্ট