রোববার থেকে ঢাকায় ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

রোববার থেকে ঢাকায় ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

পেঁয়াজের বাজার চড়তে থাকায় টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে এ পণ্যটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফাইল ছবি

রাজধানী ঢাকায় ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদশ (টিসিবি)

পেঁয়াজের বাজার চড়তে থাকায় টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে এ পণ্যটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার থেকে টিসিবির নিয়মিত পণ্যের সঙ্গে পেঁয়াজও কেনা যাবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে রোববার সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসিক বিক্রয় কর্মসূচির ধারাবাহিকতায় অক্টোবর মাসের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। সারা দেশে ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

এ দফায় পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, পাঁচ কেজি চাল, দুই কেজি করে মসুর ডাল ও পেঁয়াজ এবং এক কেজি চিনি কিনতে পারবেন।

এর মধ্যে প্রতি লিটার সয়াবিন বা কুঁড়ার তেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০, পেঁয়াজ ৩৫ ও চিনি ৭০ টাকা দামে বিক্রি করবে টিসিবি।

তবে আমদানি করা পেঁয়াজের প্রাপ্যতা সাপেক্ষে শুধু ঢাকা নগরীতে পণ্যটি বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি। এ ছাড়া চিনিও প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি করা হবে বলে জানায় টিসিবি।

অর্থাৎ এ দফায় পেঁয়াজ ও চিনি সীমিত পরিসরে বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি।

টিসিবি জানিয়েছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি রোববার শুরু হয়ে পুরো অক্টোবর মাসজুড়ে চলবে।

সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন পরিবার কার্ডধারী ব্যক্তিরা।

গত জুলাই থেকে প্রথমবারের মতো পরিবার কার্ডের আওতায় চাল বিক্রি শুরু করে টিসিবি। আর চলতি মাস থেকে অন্যান্য পণ্যের পাশাপাশি পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি। অন্যদিকে সরবরাহ কম থাকায় গত আগস্ট ও সেপ্টেম্বরে চিনি বিক্রি সীমিত করে টিসিবি। অক্টোবরেও সে ধারা অব্যাহত থাকবে।

দেশে পেঁয়াজের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি করা পেঁয়াজের দামও বাড়ছে।

টিসিবির প্রতিদিনের খুচরা বাজার দর অনুযায়ী,শনিবার রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজের কেজি ৭৫ টাকা।

তবে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও শেওড়াপাড়া বাজারে ভালো মানের প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পাড়া-মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

গত কয়েক দিন ধরে পেঁয়াজের দর আবারও চড়তে শুরু করেছে; এক সপ্তাহের ব্যবধানেই খুচরা ও পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ টাকা।

গত ১৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিয়েছিল সরকার। ওই দিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলন করে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দর ৬৪ থেকে ৬৫ টাকা বেঁধে দিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহে আগে দেশি পেঁয়াজের দর ছিল ৮০ থেকে ৯০ টাকায়। এক মাস আগে ৭০ থেকে ৮০ টাকা। সরকারি হিসাবেই এক মাসের ব্যবধানে বেড়েছে ২৩ দশমিক ৩৩ শতাংশ। এক বছর আগে যা ছিল ৪০ থেকে ৫০ টাকা; বেড়েছে ১০৫ দশমিক ৫৬ শতাংশ।

ইসরায়েল-হামাস যুদ্ধ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম পরবর্তী

ইসরায়েল-হামাস যুদ্ধ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম

কমেন্ট