১২ কেজি এলপিজির দাম আরও বাড়ল

১২ কেজি এলপিজির দাম আরও বাড়ল

ঘোষিত নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। নভেম্বরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৮১ টাকা।

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ১৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আগের মাসে বেড়েছিল ৭৯ টাকা ।

ঘোষিত নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। নভেম্বরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৮১ টাকা।

অক্টোবরে এই দাম ছিল ১ হাজার ৩৬৩ টাকা। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দর জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে সব জায়গায় কার্যকর হতে দেখা যায় না।

বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এই দর ঘোষণা করেন।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ১১৫ টাকা ৯ পয়সা, যা গত মাসে ছিল ১১৩ টাকা ৬১ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৬৩ টাকা ৩৬ পয়সা, যা এত দিন ছিল ৬২ টাকা ৫৪ পয়সা।

বাজারে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের সিলিন্ডার সরবরাহ করা হয়। গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপিজি ব্যবহার করা হচ্ছে। এই বাজারের ৯৯ শতাংশের বেশি বেসরকারি খাতের দখলে।

খোলাবাজারে ডলার ১২০.২০, ব্যাংকে ১১১ টাকা পূর্ববর্তী

খোলাবাজারে ডলার ১২০.২০, ব্যাংকে ১১১ টাকা

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ধাক্কায় পণ্যমূল্য আবার বাড়বে: বিশ্ব ব্যাংক পরবর্তী

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ধাক্কায় পণ্যমূল্য আবার বাড়বে: বিশ্ব ব্যাংক

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর