বাণিজ্য মেলা শুরু ২১ জানুয়ারি
গতবারের বাণিজ্য মেলায় গৃহস্থালিতে ব্যবহার্য পণ্যের একটি স্টলে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। ফাইল ছবি
জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসর বসছে আগামী ২১ জানুয়ারি।
সেদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এ আয়োজনের উদ্বোধন করবেন।
বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার সোমবার এআরএইচ ডট নিউজকে বলেন, মাসব্যাপী এ মেলায় এবার সব মিলিয়ে ৩৩০টি স্টল থাকবে।
নতুন বছরের শুরুতেই বাণিজ্যমেলা শুরুর রেওয়াজ বহু বছরের। কিন্তু ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার মেলা পিছিয়ে যায়।
আয়োজকদের প্রত্যাশা ছিল, ১ তারিখ না হলেও ১৫ জানুয়ারি মেলা শুরু করা যাবে। কিন্তু সেটাও হয়নি। প্রস্তুতি এবং সার্বিক বিষয় মিলিয়ে তা আরো এক সপ্তাহ পিছিয়ে যায়।
বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হত শেরেবাংলা নগরে। করোনা মহামারীর কারণে ২০২১ সালে মেলা করা যায়নি।
এরপর মহামারীর বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)।
এবারের মেলার প্রস্তুতি জানিয়ে ইপিবির সচিব বিবেক সরকার বলেন, “আমাদের স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ একেবারেই শেষ পর্যায়ে। কোথাও দুই-একটা স্টল থেকে থাকলে সেগুলো হয়ত দুয়েকের ভেতরেই বরাদ্দ দেওয়া হয়ে যাবে। মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে।
“ইতোমধ্যে আমাদের বঙ্গবন্ধু প্যাভিলিয়নের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রধান ফটক মানে মূল গেইটের কার্যক্রম শুরু করেছে। শিগগিরই শেষ হয়ে যাবে।”
ইপিবি বলছে, এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।
ইপিবি সূত্রে জানা যায়, বাণিজ্য মেলার গত আসরে (২০২৩ সালে) দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ছিল। মেলায় সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়াসহ ১০টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। ২০২৩ সালে মেলায় প্রবেশের ফি ছিল বড়দের জন্য ৪০ টাকা আর শিশুদের জন্য ২০ টাকা।
প্রবেশের ফি এবারও একই রাখা হবে বলে জানিয়েছেন ইপিবি কর্মকর্তারা।
কমেন্ট