চাল তেল চিনি খেজুরের শুল্ক কমল
এর আগে রোজায় যাতে এই চার পণ্যের শুল্ক কমানো হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভাকে পরামর্শ দিয়েছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও এনবিআরের কাছে একই অনুরোধ জানানো হয়। এরই ধারাবাহিকতায় এনবিআর এসব পণ্যের শুল্ক কমাল।
রমজান মাসকে সামনে রেখে চাল, তেল, চিনি ও খেজুরের দাম হাতের নাগালে রাখতে এসব পণ্যের আমদানি শুল্ক কমিয়েছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই চার পণ্যের বিভিন্ন হারে শুল্ক কমানোর ঘোষণা দিয়ে বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করলেও বৃহস্পতিবার তা জানা যায়।
এর আগে রোজায় যাতে এই চার পণ্যের শুল্ক কমানো হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভাকে পরামর্শ দিয়েছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও এনবিআরের কাছে একই অনুরোধ জানানো হয়। এরই ধারাবাহিকতায় এনবিআর এসব পণ্যের শুল্ক কমাল।
এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, সিদ্ধ চাল ও আতপ চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিদ্ধ ও আতপ চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি ২৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ সুবিধা চাল আমদানিকারকেরা পাবেন আগামী ১৫ মে পর্যন্ত।
তবে এ সুবিধা পেতে আমদানির প্রতিটি চালানের বিপরীতে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার লিখিত অনুমোদন লাগবে।
তেলের ক্ষেত্রে দেশে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসা পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ দেশে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসা পর্যায়ে আপাতত ভ্যাট দিতে হবে না এ ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের। তবে এ সুবিধা তারা পাবেন আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।
এ ছাড়া বিদেশ থেকে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং পাম তেল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। অর্থাৎ সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট কমানো হয়েছে। আমদানিকারকেরা এ সুবিধা পাবেন ১৫ এপ্রিল পর্যন্ত।
রোজাদারদের ইফতারের অন্যতম প্রধান পদ খেজুর প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ডলারের দর বেশি হওয়ায় এই পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এ কারণে রমজানকে সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ছাড়কৃত এই শুল্কে খেজুর আমদানির সুযোগ থাকবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।
এ ছাড়া পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের চিনির আমদানি শুল্ক কমানো হয়েছে। অপরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে আমদানি শুল্ক কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে, আগে যা ছিল দেড় হাজার টাকা। পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি আমদানি শুল্ক কমিয়ে করা হয়েছে দুই হাজার টাকা, আগে যা ছিল তিন হাজার টাকা। এ শুল্ক ছাড় পাওয়া যাবে ৩১ মার্চ পর্যন্ত।
শুল্ক কমানো সংক্রান্ত এনবিআরের এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর বলে জানানো হয়েছে।
আগামী সপ্তাহে তেল চিনির নতুন দাম নির্ধারণ
শুল্ক কমায় আগামী সপ্তাহে ভোজ্যতেল ও চিনির নতুন দাম নির্ধারণ হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আমদানিকারকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “বন্দরে থাকা মালামাল দ্রুত খালাস করে বাজারজাত শুরু করুন। যাতে শুল্ক কমানোর সুবিধা সাধারণ ভোক্তা পায়।”
তেল ও চিনির মূল্য নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, “তেল এবং চিনির মূল্য আমাদের ট্যারিফ কমিশন নির্ধারণ করে। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক এবং উৎপাদনকারীদের সঙ্গে বসে যৌক্তিক পর্যায়ে নতুন শুল্কের প্রভাব অনুযায়ী দাম নির্ধারণ করবো। রমজান উপলক্ষে সেই দামে বিক্রি হবে।”
কমেন্ট