চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়াল টিসিবি

চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়াল টিসিবি

চিনির দর বাড়ানোর বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, “আন্তর্জাতিক বাজারে চিনির দাম বৃদ্ধি ও টাকার অবমূল্যায়নে আমদানি ব্যয় বেড়েছে। এতে বেশি দামে চিনি আমদানি করতে হচ্ছে, তাই চিনিতে ভর্তুকির পরিমাণ বেড়েছে। এজন্য আমরা চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

ভর্তুকি মূল্যের চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শতাংশ হিসাবে বেড়েছে ৪৩ শতাংশ।

বৃহস্পতিবার থেকে প্রতি কেজি চিনি ১০০ টাকা দরে বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এতদিন টিসিবি চিনির দর ছিল ৭০ টাকা।

বুধবার রাতে টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিনির দর বাড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। রমজান উপলক্ষ্যে এই তালিকায় খেজুর যোগ হয়েছে।

সরবরাহ না থাকায় গত বছর আগস্টে চিনি বিক্রি করেনি টিসিবি। পরের ২-৩ মাস কিছু কিছু এলাকায় ৭০ টাকা দরে চিনি বিক্রি করে সংস্থাটি। তবে মাঝে গত ২-৩ মাস চিনি বিক্রি বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে আবার চিনি বিক্রি শুরু হলেও কেজিতে দাম বাড়ানো হয়েছে ৩০ টাকা।

চিনির দর বাড়ানোর বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এআরএইচ ডট নিউজকে বলেন, “আন্তর্জাতিক বাজারে চিনির দাম বৃদ্ধি ও টাকার অবমূল্যায়নে আমদানি ব্যয় বেড়েছে। এতে বেশি দামে চিনি আমদানি করতে হচ্ছে, তাই চিনিতে ভর্তুকির পরিমাণ বেড়েছে। এজন্য আমরা চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

রাজধানীর বাজারগুলোতে এখন প্রতি কেজি চিনি ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে সয়াবিন তেল, চাল ও মসুর ডালের দাম অপরিবর্তিত রেখেছে টিসিবি। প্রতি কেজি খেজুর বিক্রি হবে ১৫০ টাকায়।

টিসিবি জানিয়েছে, প্রত্যেক কার্ডধারী পরিবারের মধ্যে ২ লিটার রাইসব্রান বা সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি খেজুর ও ৫ কেজি চাল বিক্রি করা হবে।

প্রতি লিটার তেলের দাম ১০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ১০০ টাকা, খেজুর ১৫০ টাকা এবং চাল ৩০ টাকা দরে কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা।

ক্রেতারা ডিলারদের স্থায়ী স্থাপনা বা দোকান থেকে পণ্য কিনতে পারবেন। ডিলাররা তাদের সময় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পণ্য বিক্রি করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু রজমান উপলক্ষ্যে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের তিব্বত মোড়ের ২০০ গজ পূর্বে কলোনী বাজার সংলগ্ন পলিটেকনিক মাঠে উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে জানিয়েছে টিসিবি।

ডিজেলের দাম ৭৫ পয়সা, পেট্রোল ৩ টাকা, অকটেন ৪ টাকা কমল পূর্ববর্তী

ডিজেলের দাম ৭৫ পয়সা, পেট্রোল ৩ টাকা, অকটেন ৪ টাকা কমল

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির পারদ কিছুটা নেমেছে পরবর্তী

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির পারদ কিছুটা নেমেছে

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর