বাজারের ‘অসাধু চক্র’ ভাঙতে সরকারের ভূমিকা চায় এফবিসিসিআই
প্রতিটি বাজারেই ‘অসাধু চক্র’ রয়েছে মন্তব্য করে আমিন হেলালী বলেন, “প্রতি জায়গায় অসাধু চক্র রয়েছে। ফলে আমাদের বাজারেও আছে। কিন্তু তারা কম। এই চক্র না ভাঙলে বাজার স্বাভাবিক হবে না। সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।”
বাজারের অসাধু চক্র ভেঙে বাজারকে স্বাভাবিক করতে সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী।
কারওয়ান বাজার কিচেন মার্কেটে বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান বলেন।
প্রতিটি বাজারেই ‘অসাধু চক্র’ রয়েছে মন্তব্য করে আমিন হেলালী বলেন, “প্রতি জায়গায় অসাধু চক্র রয়েছে। ফলে আমাদের বাজারেও আছে। কিন্তু তারা কম। এই চক্র না ভাঙলে বাজার স্বাভাবিক হবে না। সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।”
তিনি বলেন, “আইন আমাদের হাতে না। সরকারের হাতে, তাই তাকে ভূমিকা নিতে হবে। এটাও মানতে হবে সবসময় আমরাও আইন পালন করতে পারি নাই। সরকারের আইনের অভাব নেই, কিন্তু প্রতিপালন হয় না। ফলে আইনগুলো কোনও সুফল নিয়ে আসতে পারেনি।”
চাঁদাবাজি, ঘুষের জন্য পণ্যের দাম বাড়ে মন্তব্য করে তিনি বলেন, “একটা পণ্যের দাম নানা কারণে বাড়ে। চাঁদাবাজি ঘুষ- এসব কারণেও দাম বাড়ে। কিন্তু শেষ পর্যন্ত ভোক্তাকেই এর খেসারত দিতে হয়। ফলে এগুলো বন্ধ করতে পারেন, দামও কিছুটা কমে আসবে।”
তবে মতবিনিময় সভায় উপস্থিত কারওয়ান বাজারের ব্যবসায়ীদের দাবি করেন, বাজারের এবারের এই অস্থিতিশীলতার অন্যতম কারণ করপোরেট কোম্পানি। প্রয়োজনের চেয়ে কম পণ্য সরবরাহ করে, পণ্য নেই গুজব রটিয়ে তারা ফায়দা লুটছে।
কারওয়ান বাজারের ব্যবসায়ী ওমর ফারুক বলেন, “কোনও পণ্য ৫০০ অর্ডার দিছি, তাদের টাকাও দিছি। কিন্তু দেওয়ার সময় আমাকে দিয়েছে ১০০। বাকি ৪০০ পরে দেবে বলছে। তাহলে এই যে বাজারে প্রোডাক্ট নাই হই চই, এটা তো এই করপোরেটরাই তৈরি করছে, আমরা ব্যবসায়ীরা না।”
সভার সভাপতি কারওয়ান বাজার কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি মো. বাবুল মিয়া বলেন, শুধুমাত্র ব্যবসায়ীদের হাতে সব সময় সব কিছু থাকে না। এই সাপ্লাই চেইনে আরও অনেক স্টেকহোল্ডার থাকে। কিন্তু দাম বাড়লেই আপনারা এসে ব্যবসায়ীদের ধরেন, কিন্তু বাকি স্টেকহোল্ডারদের কিছু বলেন না।
সরকারের যথাযথ ভূমিকা আশা করে তিনি বলেন, সরকার উদ্যোগ নিচ্ছে, কিন্তু সব হচ্ছে না। সরকারকে সাপ্লাই চেইনে কোথায় কী সমস্যা বের করে যথাযথ ভূমিকা নিতে হবে। সাপ্লাই চেইনের সমস্যাগুলো দূর করলে বাজার স্বাভাবিক হয়ে যাবে। এরকম পরিস্থিতি তৈরি হবে না। এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের মতবিনিময় সভায় উপস্থিত থাকার কথা থাকলেও তারা উপস্থিত হননি।
কমেন্ট