সোনার ভরি ১ লাখ ২০ হাজার টাকা ছুঁই ছুঁই
আন্তর্জাতিক বাজারে সোনার দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে। এর প্রভাবে দেশের বাজারেও পড়েছে। ঈদের আগে দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৫০০ টাকা বাড়ানো হয়। বৃহস্পতিবার বাড়ানো হয়েছে ২ হাজার ৬৫ টাকা।
বেড়েই চলেছে সোনার দাম। রেকর্ডের পর রেকর্ড গড়ছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি প্রায় ১ লাখ ২০ হাজার টাকায় উঠেছে। ১০ দিনের ব্যবধানে বেড়েছে ২ হাজার ৬৫ টাকা।
দেশে এখন এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১০ হাজার ২৫৭ টাকা লাগবে; অর্থাৎ এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা (১ ভরিতে ১১.৬৬৪ গ্রাম)। দেশের ইতিহাসে এটি সোনার সর্বোচ্চ দাম।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে। এর প্রভাবে দেশের বাজারেও পড়েছে। ঈদের আগে দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৫০০ টাকা বাড়ানো হয়। বৃহস্পতিবার বাড়ানো হয়েছে ২ হাজার ৬৫ টাকা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় ঘোষণা বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে বলে জানানো হয়।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ গত ৮ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে হলমার্ক করা প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট সোনা দাম ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ৮৮৪ টাকায় বিক্রি হচ্ছে।
তবে সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার আগে এই মানের সোনা ৮০ হাজার ১৯০ টাকা হয়েছে। ৭টার পর থেকে বিক্রি হচ্ছে ৭৮ হাজার ৮০২ টাকায়।
হিসাব করে দেখা যায়, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৯৯৫ টাকা। ১৮ ক্যারেটের বেড়েছে ১ হাজার ৬৫৬ টাকা।
সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ভরিতে ১ হাজার ৩৮৮ টাকা।
দাম বাড়ার আগে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১২ হাজার ২০৪ টাকা এবং ১৮ ক্যারেট ৯৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ২ হাজার ৩৭৯ ডলার ৩১ সেন্ট। এক দিনের ব্যবধানে বেড়েছে ১১ ডলার ৩৪ সেন্ট বা দশমিক ৪৮ শতাংশ।
৮ এপ্রিল যখন সোনার দাম বাড়ানো হয় তখন প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৩২৯ ডলার।
গত ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল দুই হাজার ডলারের নিচে। তারপর থেকেই দাম বাড়ছে। মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে গত দুই বছর সোনার দামে সেভাবে বাড়েনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস করবে, বাজারে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে সোনার দাম এখন মুহূর্তে মুহূর্তে বাড়ছে।
বিশ্ববাজারে সোনায় বিনিয়োগ বাড়ায় মূল্যবান এই ধাতুর দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলারে পৌঁছবে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংক সিটি ব্যাংক এন এ—এর এক প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে।
কমেন্ট