ডিজেল-কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা কমল
নতুন মূল্য অনুযায়ী ডিজেল ও কেরোসিন এখন থেকে বিক্রি হবে ১০৫ টাকা লিটার দরে, যা মধ্যরাত থেকেই কার্যকর হবে।
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে নভেম্বর মাসের জন্য ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা করে কমানো হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম আগের মতই থাকছে।
নতুন মূল্য অনুযায়ী ডিজেল ও কেরোসিন এখন থেকে বিক্রি হবে ১০৫ টাকা লিটার দরে, যা মধ্যরাত থেকেই কার্যকর হবে।
বৃহস্পতিবার জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে নতুন মূল্য ঘোষণা করা হয়। সবশেষ গত ৩১ অগাস্ট মূল্য নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। সেদিন ডিজেল ও কেরোসিন ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছিল।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়, নভেম্বরে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.৫০ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা এবং কেরোসিন ১০৫.৫০ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগের মতই পেট্রোল লিটারপ্রতি ১২১ টাকা এবং অকটেন লিটারপ্রতি ১২৫ টাকায় অপরিবর্তিত থাকবে। গত ৩১ অগাস্ট এ দুটি জ্বালানি তেলের দাম ছয় টাকা করে কমানো হয়েছিল।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখ গত মার্চ থেকে জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করে আসছে সরকার।
কমেন্ট