এবার কমল সোনার দাম

এবার কমল সোনার দাম

মঙ্গলবার থেকে প্রতিভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকায় বিক্রি হবে। যা সোমবার পর্যন্ত বিক্রি হয়েছে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায়।

চার দিনের ব্যবধানে তিন দফায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ৭৫৭ টাকা বাড়ানোর পর এবার দাম কমানো হয়েছে।

সোমবার সোনাম দাম ১ হাজার ৮৯০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে প্রতিভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকায় বিক্রি হবে। যা সোমবার পর্যন্ত বিক্রি হয়েছে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায়।

অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানো হয়েছে।

এর আগে চার দফায় সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ৯ হাজার টাকা কমানোর পর গত বুধবার ২ হাজার ৯৩৯ টাকা বাড়ানো হয়েছিল। শুক্রবার থেকে বাড়ে ১ হাজার ৯৯৫ টাকা। রবিবার বেড়েছিল আরও ২ হাজার ৮২৩ টাকা।

পরপর তিন দফায় এই মানের সোনার দাম ভরিতে ৬ হাজার ৭৮ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ১ হাজার ৩৬৫ টাকা কমানো হয়েছিল। ৮ নভেম্বর ৩ হাজার ৪৫৩ টাকা কমানো হয়। ১৩ নভেম্বর কমানো হয়েছিল ২ হাজার ৫১৯ টাকা। ১৫ নভেম্বর কমানো হয় ১ হাজার ৬৮০ টাকা।

গত ৩১ অক্টোবর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৪২৪ টাকায় উঠেছিল।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ৩৫ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৪৪ হাজার ৩৭৬ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯৪ হাজার ৩২৭ টাকায়।

সোমবার পর্যন্ত এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ১৯৭ টাকা লেগেছে। প্রতিভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৯৫ হাজার ৬৪৫ টাকায়।

হিসাব বলছে, দুই দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৮৯০ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৮০৮ টাকা। ১৮ ক্যারেটের কমেছে ১ হাজার ৫৪০ টাকা।

সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম কমেছে ১ হাজার ৩১৮ টাকা।

বিশ্ববাজারারেও কমেছে

বিশ্ববাজারেও সোনার দর কমেছে। চড়তে চড়তে অক্টোবরের শেষের দিকে প্রতিআউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম প্রায় ২ হাজার ৮০০ ডলারে উঠে গিয়েছিল। সেই সোনার দর কমতে কমতে গত সপ্তাহে ২ হাজার ৬০০ ডলারের নিচে নেমে এসেছিল।

গত কয়েক দিনে টানা বেড়ে তা আবার ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে সোমবার বেশ খানিকটা কমেছে। এদিন রাত পৌনে ৯টায় আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স সোনার দাম ৭৫ ডলার ২৮ সেন্ট কমে ২ হাজার ৬৪১ ডলার ৫ সেন্টে নেমে এসেছে। শতাংশ হিসাবে কমেছে ২ দশমিক ৭৭ শতাংশ।

গত শনিবার রাতে বাজুস যখন দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭১৫ ডলার ২৮ সেন্ট।

সোনার নামছে, দুই দিনে কমল ৪,৭১২ টাকা পূর্ববর্তী

সোনার নামছে, দুই দিনে কমল ৪,৭১২ টাকা

সোনার দাম চড়ছেই, ৪ দিনে বাড়ল ৭,৭৫৭ টাকা পরবর্তী

সোনার দাম চড়ছেই, ৪ দিনে বাড়ল ৭,৭৫৭ টাকা

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর