সোনার দাম আরও বাড়ল, ভরি ছাড়াল ১ লাখ ৪০ হাজার টাকা

সোনার দাম আরও বাড়ল, ভরি ছাড়াল ১ লাখ ৪০ হাজার টাকা

বৃহস্পতিবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ২৬ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা।

দেশের বাজারে সোনার দাম আরও বেড়েছে। দুই দিনের ব্যবধানে বুধবার সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ১ হাজার ৮৭৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার থেকে এই মানের প্রতিভরি সোনা ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকায় বিক্রি হবে। অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে বাড়ানো হয়েছে।

এ নিয়ে দুই দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়ল।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ২৬ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯৪ হাজার ২৫৭ টাকায়।

বুধবার পর্যন্ত এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ৮৬৫ টাকা লেগেছে। প্রতিভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৩২ হাজার ৯০ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯২ হাজার ৯৩৯ টাকায়।

হিসাব বলছে, দুই দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১ হাজার ৮৭৮ টাকা। ২১ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা। ১৮ ক্যারেটের বেড়েছে ১ হাজার ৮৪০ টাকা।

সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৩১৮ টাকা।

সবশেষ গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ৩১ অক্টোবর প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৪২৪ টাকায় উঠেছিল। এরপর থেকে ওঠানামা করছে মূল্যবান এই ধাতুর দাম।

বুধবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

বিশ্ববাজারারেও বেড়েছে

বিশ্ববাজারেও সোনার দর বাড়ছে। চড়তে চড়তে অক্টোবরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম প্রায় ২ হাজার ৮০০ ডলারে উঠে গিয়েছিল। সেই দর কমতে কমতে গত ১৫ নভেম্বর ২ হাজার ৫৫০ ডলারে নেমে এসেছিল।

এর পর উঠানামার মধ্যে ছিল সোনার আন্তর্জাতিক বাজার। গত কয়েক দিন ধরে ফের ঊর্ধ্বমূখী হয়েছে।

বুধবার রাত ৯টায় বিশ্ববাজারে প্রতিআউন্স সোনার দাম বেড়ে ২ হাজার ৭০৬ ডলার ৫৪ সেন্টে উঠেছে। শতাংশ হিসাবে বেড়েছে ১২ ডলার ৫১ সেন্ট বা দশমিক ৪৬ শতাংশ।

গত ৯ ডিসেম্বর রাতে বাজুস যখন দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স সোনার দাম ছিল ২ হাজার ৬৭২ ডলার ২৪ সেন্ট। 

গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বিশ্ববাজারে প্রতিআউন্স সোনার দাম কমতে কমতে ২ হাজার ডলারের নিচে নেমে গিয়েছিল।

সোনার দর বাড়ল ভরিতে ১১৬৬ টাকা পরবর্তী

সোনার দর বাড়ল ভরিতে ১১৬৬ টাকা

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর