সোনার ভরি বাড়ল ২৩০৯ টাকা
মঙ্গলবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকায় বিক্রি হবে।
সোনার দাম আবার বাড়ল। দুই দফায় সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৮ হাজার ৯১২ টাকা কমেছিল। সোমবার সেই সোনার ভরি ২ হাজার ৩০৯ টাকা বাড়ানো হয়েছে; ভরি উঠেছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকায়।
অতীতের সব রেকর্ড ভেঙে ১ লাখ ৭৮ হাজার টাকায় উঠেছিল এই মানের সোনার ভরি। বিশ্ববাজারে রেকর্ডের পর রেকর্ড গড়ায় দেশের বাজারেও সোনার দর দফায় দফায় বাড়াচ্ছিল স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সেই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল এক দিনের ব্যবধানেই ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়েছিল বাজুস। অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে বাড়ানো হয়েছিল।
২৪ এপ্রিল সকাল থেকে সারা দেশে ওই দরে বিক্রি হচ্ছিল সোনা। কিন্তু বিশ্ববাজারে সোনার দামের পতন হওয়ায় ওই দিন বিকালেই ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমানো হয়; ভরি নেমে আসে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকায়।
বিশ্ববাজারে সোনার দর আরও কমায় দশ দিন পর গত ৩ মে এই সোনার দাম ভরিতে আরও ৩ হাজার ৫৭০ টাকা কমানো হয়; ভরি নামে ১ লাখ ৬৮ হাজার ৯৭৭ টাকায়। অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানো হয়।
কিন্তু এরই মধ্যে বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হওয়ায় সোমবার দেশের বাজারেও সোনার দাম আবার বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৩০৯ টাকা বাড়ানো হয়েছে; ভরি উঠেছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকায়।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা।
সোমবার পর্যন্ত ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৬৮ হাজার ৯৭৭ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা।
হিসাব বলছে, দুই দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেটে সোনার দাম বেড়েছে ২ হাজার ৩০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটে ২ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ১ হাজার ৬১০ টাকা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পর সোনার দাম হু হু করে বাড়ছিল। ৯ এপ্রিল তিন মাসের জন্য পাল্টা শুল্ক আরোপ স্থগিত করলে সোনার দাম একটু কমে আবার বাড়তে শুরু করে।
কারণ, পাল্টা শুল্ক স্থগিত হলেও ন্যূনতম ১০ শতাংশ শুল্ক সব দেশের ওপর কার্যকর করা হয়।
বিশ্ববাজারে গত ২২ এপ্রিল সোনার দাম প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ৩ হাজার ৫০০ ডলার স্পর্শ করেছিল, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর পাল্টা শুল্ক কমানোর ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার হুমকি থেকে সরে আসায় সোনার দাম কমতে শুরু করে।
২৩ এপ্রিল রাতে বাজুস যখন দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় তখন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দর ছিল ৩ হাজার ২৮০ ডলার ৯ সেন্ট। ৩ এপ্রিল সেই সোনর দর আরও কমে ৩ হাজার ২৪১ ডলার ৩৬ সেন্টে নেমে আসে।
সোমবার রাত সাড়ে ৯টায় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দর ছিল ৩ হাজার ৩১১ ডলার ৯৬ সেন্ট। বেড়েছে ৭০ ডলার ১৪ সেন্ট। শতাংশ হিসাবে বেড়েছে ২ দশমিক ১৬ শতাংশ।
কমেন্ট