রপ্তানি ঋণের সুদহার বাড়ল

রপ্তানি ঋণের সুদহার বাড়ল

এখন থেকে রপ্তানি সহায়ক প্রাক্‌-অর্থায়ন তহবিল ও রপ্তানির আগে (প্রি–শিপমেন্ট) পুনঃঅর্থায়ন তহবিল থেকে কোনো ব্যাংক ঋণ নেওয়ার পর সময়মতো পরিশোধ না করলে জরিমানা গুনতে হবে।

রপ্তানি ঋণের সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এ সংক্রান্ত দুই তহবিলের ঋণ সময়মতো না দিলে দণ্ড সুদ আরোপের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এখন থেকে রপ্তানি সহায়ক প্রাক্‌-অর্থায়ন তহবিল ও রপ্তানির আগে (প্রি–শিপমেন্ট) পুনঃঅর্থায়ন তহবিল থেকে কোনো ব্যাংক ঋণ নেওয়ার পর সময়মতো পরিশোধ না করলে জরিমানা গুনতে হবে।

বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার পর অনেক ব্যাংক সময়মতো ফেরত দিচ্ছে না। এমন পরিস্থিতিতে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক রোববার আলাদা দুই সার্কুলারে ব্যাংকগুলোকে এই নির্দেশ দিয়েছে।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, রপ্তানি সহায়ক প্রাক্‌-অর্থায়ন তহবিলে গ্রাহক পর্যায়ে সুদের হার হবে ৫ শতাংশ, আগে যা ছিল ৪ শতাংশ। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে ১ দশমিক ৫ শতাংশ সুদে টাকা ধার দিত, এখন তা বেড়ে হবে ২ শতাংশ।

এ ছাড়া প্রি–শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন তহবিল থেকে আগে গ্রাহকেরা ৩ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ পেত। এখন তা বেড়ে হয়েছে ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে ব্যাংকগুলোকে শূন্য দশমিক ৫ শতাংশ সুদহারে টাকা ধার দিত, নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে।

উভয় ক্ষেত্রে বলা হয়েছে, কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেওয়ার পর পরিশোধসূচি অনুযায়ী টাকা জমা দিতে ব্যর্থ হলে ওই সময়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেটের হারে সুদ দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেট এখন ৪ শতাংশ।

বৈশ্বিক সংকটে রপ্তানি খাতকে চাঙা রাখতে চলতি বছরের জানুয়ারিতে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। মূলত রিজার্ভের ডলার দিয়ে গঠিত রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ওপর চাপ কমাতে গঠন করা হয় কম সুদের এই রপ্তানি সহায়ক তহবিল।

সব মিলিয়ে এই তহবিল থেকে ঋণ দেওয়া হয়েছে ৪ হাজার ৫০০ কোটি টাকা। এই টাকা পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক, ইসলামি ধারার ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

এর মধ্যে ইসলামি ধারার ব্যাংকগুলো তারল্য-সংকটে পড়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করে চলছে। কেন্দ্রীয় ব্যাংকে চাহিদামতো টাকা জমা করতে না পারায় প্রতিদিন জরিমানা গুনছে। অনেক ক্ষেত্রে তারা জরিমানার টাকাও দিতে পারছে না।

পোশাক রপ্তানি: যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডায় ভালো প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু পরবর্তী

পোশাক রপ্তানি: যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডায় ভালো প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু

কমেন্ট