যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে

জুলাই-আগস্ট সময়ে এই দুই মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের বিভিন্ন ধরনের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩ শতাংশ বেশি।

একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। মোট পোশাকের ২০ শতাংশের বেশি রপ্তানি হয় এই দেশটিতে।

কিন্তু গত ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাজ্য, জার্মানি, কানাডাসহ প্রায় সব দেশে বাড়লেও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫ দশমিক ৫১ শতাংশ কমে গিয়েছিল।

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৯ দশমিক শূন্য এক বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়। গত অর্থবছরে তা ৮ দশমিক ৫১ বিলিয়ন ডলারে নেমে আসে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার রপ্তানি আয়ের দেশভিত্তিক যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) প্রচলিত-অপ্রচলিত সব বাজারেই বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে।

এই দুই মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের বিভিন্ন ধরনের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩ শতাংশ বেশি।

২০২২-২৩ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে এই বাজারে  ১ দশমিক ৪২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছিল।

চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে ইইউ বাজারে আমাদের পোশাক রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৮১% বেড়ে ৩.৪৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩.৮৫  বিলিয়ন হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, জার্মানিতে আমাদের রপ্তানি বছরওয়ারিভাবে ৬.২৯% হ্রাস পেয়ে ৯৯৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়নের কিছু বড় বাজারে রপ্তানিও যথাক্রমে ২৬.৯৪%, ৮.৪৫%, ২৮.৭৩%, ১৮.৯৫% এবং ২৬.৩৭% বৃদ্ধি পেয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ের মধ্যে, যুক্তরাজ্য এবং কানাডায় রপ্তানি ৯৭৬.৭৫ মিলিয়ন এবং ২৪৩.৪৪ মিলিয়নে মার্কিন ডলারে পৌঁছেছে এবং উভয় বাজারে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৯.১৪% এবং ৭.২২%।

একই সময়ে অপ্রচলিত বাজারে আমাদের পোশাক রপ্তানিও ২১.৯৪% বৃদ্ধি পেয়ে ১.৪৭ বিলিযন মার্কিন বিলিয়নে পৌঁছেছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ৩৩.৯৭% ৪৯.৫২% এবং ১৯.৫১% বৃদ্ধি পেয়েছে। তবে, ভারতে আমাদের পোশাক রপ্তানি কমেছে ৩.১৪%।

ভারতে রপ্তানিতে সেই চমক আর নেই পরবর্তী

ভারতে রপ্তানিতে সেই চমক আর নেই

কমেন্ট