৫০ হাজার টন আলু আমদানির অনুমতি

৫০ হাজার টন আলু আমদানির অনুমতি

বুধবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গল ও বুধবার দুই দিনে এখন পর্যন্ত ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

পাগলা ঘোড়ার মত ছুঁটতে থাকা দামে লাগাম টানতে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমতি দিয়ে আগ্রহী আমদানিকারদের আবেদন করার অনুরোধ জানায়।

সেই আবেদনে সাড়া দিয়ে বুধবার পর্যন্ত গত দুই দিনে ৭৭টি প্রতিষ্ঠান আলু আমদানির আবেদন করেছিল। তার বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গল ও বুধবার দুই দিনে এখন পর্যন্ত ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এ ছাড়া বোরো মৌসুমে সমলয়ে চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেওয়া হবে। এর মাধ্যমে সারা দেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে। প্রতিটি ব্লকের আয়তন হবে ৫০ একর, আর খরচে হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।

প্রণোদনার আওতায় কৃষকরা বিনামূল্যে হাইব্রিড বীজ, প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্য সহযোগিতা পাবেন।

আলু আমদানির অনুমতি দিয়ে সোমবার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদিনের খুচরা বাজার দর অনুযায়ী, রোববার রাজধানীর বাজারগুলোতে মানভেদে প্রতি কেজি আলু ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে।

তবে কারওয়ান বাজার, শেওড়াপাড়া ও হাতিরপুল বাজারে খোঁজ নিয়ে জানা যায়, এক কেজি আলু ভালো মানের আলু ৬৫ থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

টিসিবির বাজার দর বিশ্লেষণে দেখা যায়, আলুর বর্তমান এই দর বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। গত এক দশকে আলুর সর্বোচ্চ দাম উঠেছিল ৩৫ টাকা প্রতি কেজি।

গত সেপ্টেম্বরে উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে সরকার আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিলেও বাজারে তা কার্যকর নেই। সরকারি তদারকি প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিদিন অভিযান ও জরিমানা করেও দাম নিয়ন্ত্রণে আনতে পারেনি।

এবার আলু আমদানি পরবর্তী

এবার আলু আমদানি

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর