আশা জাগিয়ে একদিন পরই দরপতন পুঁজিবাজারে

আশা জাগিয়ে একদিন পরই দরপতন পুঁজিবাজারে

লেনদেন কিছুটা বাড়লেও মূল্যসূচক কমেছে পুঁজিবাজারে। বাজেট ঘোষণার পর প্রথম দেনদেনের দিন রোববার বাজারে চাঙ্গাভাব লক্ষ্য করা যায়। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছিল।

বাজার ভালো হবে-এমনটা আশা করছিলেন ছোট-বড় সব বিনিয়োগকারী। কিন্তু একদিন পর সোমবার সেই ইতিবাচক ধারা আর থাকেনি। এদিন লেনদেন কিছুটা বাড়লেও মূল্যসূচক কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্টের মতো কমেছে।

নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের পর দিন পুঁজিবাজারে সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। এই উত্থানে পুঁজিবাজারে সূচক ও লেনদেন প্রায় সাত মাস আগের অবস্থানে পৌঁছেছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন, তাতে তিনি পুঁজিবাজার নিয়ে তেমন কিছুই বলেননি। তবে অর্থমন্ত্রী  বেশ কিছু কর প্রস্তাব করেছেন, যার প্রভাব তালিকাভুক্ত অনেক কোম্পানির ওপর পড়বে।

উৎপাদন খাতের কিছু কোম্পানি কর ও ভ্যাট কমার সুবিধা পাবে। কিছু কোম্পানি আবার ভ্যাট ও করের চাপে পড়বে।

এই আলোচনার মধ্যে রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই’র সাধারণ সূচক ডিএসইএক্স বাড়ে ১০ দশমিক ৫৮ পয়েন্ট। লেনদেন হয় এক হাজার ২৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। যা ছিল আগের কর্মদিবসের তুলনায় আড়াইশ কোটি টাকারও বেশি। যদিও দর বৃদ্ধির তুলনায় পতন হওয়া কোম্পানির সংখ্যা ছিল বেশি।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭১টি দর বেড়েছে; হারিয়েছে ১১১টি। ১৭৯টি কোম্পানির শেয়ার আগের দিনের দরে হাতবদল হয়েছে, যেগুলোর মধ্যে প্রায় সবগুলোই ফ্লোর প্রাইসে পড়ে আছে।

সব মিলিয়ে হাতবদল হয়েছে ৩৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

৯.৮৪ পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৬ দশমিক ২৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ১ হাজার ২৫৬ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকা, যা আগের দিন রোবারের চেয়ে সামান্য বেশি। বাজেটে ঘোষণার দিন বৃহস্পতিবার লেনদেনের অঙ্ক ছিল ৯৯৭ কোটি টাকার কিছু বেশি।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ৪৯পয়েন্ট কমে ১৮ হাজার ৭৭৬ দশমিক ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হয়েছে ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। হাতবদল হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এরমধ্যে দাম বেড়েছে ৬০টির; কমেছে ৭৯টি। আর অপরিবর্তিত ছিল ৯৩টির দর।

লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি

সোমবার ডিএসইতে দর বাড়ার শীর্ষে ছিল বিডি অটোকার্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ১৫  টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে; সর্বশেষ ১৭৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ১ হাজার ৯৩৫ বারে ৪ লাখ ৩৯ হাজার ৮৬৬টি শেয়ার লেনদেন হয়; যার বাজার মূল্য ৭ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড; কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। সর্বশেষ ১১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে লুব-রেফ বিডি লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, মীর আখতার হোসেন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।

 


 

বাজেটকে অভিনন্দন জানিয়েছে ডিএসই পরবর্তী

বাজেটকে অভিনন্দন জানিয়েছে ডিএসই

কমেন্ট