সহজ ডটকমের মালিকানা কিনছে এডিএন টেলিকম

সহজ ডটকমের মালিকানা কিনছে এডিএন টেলিকম

রেলওয়ের ই–টিকিট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সহজ ডটকমের মালিকানায় যুক্ত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম।

কোম্পানিটি সহজ ডটকমের ১০ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নিচ্ছে। এডিএন টেলিকম এ জন্য বিনিয়োগ করবে ১২ কোটি টাকা।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বৃহস্পতিবার এডিএন টেলিকম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সহজ ডটকমের মালিকানার সঙ্গে যুক্ত হওয়ার এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে। এরই মধ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগের এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে এডিএন।

এ বিষয়ে এডিএন টেলিকমের কোম্পানি সচিব মনির হোসেন এআরএইচ ডটকমকে বলেন, “প্রযুক্তি খাতের কোম্পানি হিসেবে আমরা সহজ ডটকমে বিনিয়োগের এ সিদ্ধান্ত নিয়েছি। এ বিনিয়োগ শুধু মূলধনি বিনিয়োগ নয়। মালিকানায় যুক্ত হওয়ার পাশাপাশি আমরা দুই প্রতিষ্ঠান মিলে একসঙ্গে কাজ করব।”

“সহজ ডটকম যে খাতে কাজ করে আমাদের মনে হয়েছে সেখানে কাজের আরও অনেক সুযোগ আছে। মালিকানায় যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের একসঙ্গে কাজ করার বড় সুযোগ তৈরি হবে,” বলেন তিনি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র  অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করার পর এ বিনিয়োগ সিদ্ধান্ত কার্যকর হবে।

এডিএন টেলিকম এডিএন গ্রুপের একটি প্রতিষ্ঠান। ২০২০ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য ঘেঁটে দেখা যায়, গত এক বছরের ব্যবধানে এডিএন টেলিকমের শেয়ারের দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। গত বছরের ৯ জুন কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৬৯ টাকা।

বৃহস্পতিবার এই প্রতিষ্ঠানের শেয়ার ১৩৫ থেকে ১৪৩ টাকার মধ্যে লেনদেন হয়েছে।

সহজ ডটকম অনলাইনে বাস ও ট্রেন টিকিট কেনার সেবাদাতা প্রযুক্তি খাতের একটি কোম্পানি। তবে এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়।

অন্যদিকে এডিএন টেলিকম শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি। সেই হিসাবে তালিকাভুক্ত প্রযুক্তি খাতের এক কোম্পানি একই খাতের তালিকাভুক্ত নয়, এমন এক কোম্পানির মালিকানায় যুক্ত হচ্ছে।

 

 

 

 

 

লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শেষ

পরবর্তী

লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শেষ

কমেন্ট