দরপতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

দরপতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

দরপতনে সপ্তাহ শুরু হলো পুঁজিবাজারে। দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর।

সপ্তাহের প্রথম দিন রোববার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪১ দশমিক ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৪২ দশমিক ৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে।

রোববার ডিএসইতে ১ হাজার ৩০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি ১৬ লাখ টাকা কম। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ১ হাজার ৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৬টির।

অন্যদিকে সিএসইতে ২১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২০২টি কোম্পানির শেয়ারের দর। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির; কমেছে ৭৪টির। আর দর বদলায়নি অর্থাৎ বৃহস্পতিবারের দরেই লেনদেন হয়েছে ৭৬টির দর।

পতনের শীর্ষে প্রায় সবই বীমা

রোববার সবচেয়ে বেশি দর হারানো সাতটি কোম্পানির মধ্যে ছয়টিই জীবন বীমা খাতের। পাশাপাশি ঢালাও পতন হয়েছে সাধারণ বীমার শেয়ারদরে। দরপতনের পাশাপাশি লেনদেনও কমেছে দুই ধরনের বীমা কোম্পানিরই।

জীবন বীমা লেনদেনের শীর্ষে যথারীতি। হাতবদল হয়েছে ২৬৬ কোটি ৪০ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২১০ কোটি ৪১ লাখ টাকা। সেদিন এই খাতের সব কোম্পানির দরই বেড়েছিল।

তরতর করে বাড়তে থাকা প্রগতি লাইফ ও মেঘনা লাইফের দর কমেছে একদিনে যতটা কমা সম্ভব ততটাই। পপুলার লাইফ ও রূপালী লাইফের দর কমেছে ৮ শতাংশের বেশি।

দরপতনের শীর্ষ পাঁচে জীবন বীমার বাইরে ছিল কেবল প্রকৌশল খাতের মীর আকতার হোসেন লিমিটেড, যেটি দর হারিয়েছে ৭.০৯ শতাংশ।

পদ্মা লাইফ ও ন্যাশনাল লাইফের স্থান ছিল এর পরে। দুটি কোম্পানিই দর হারিয়েছে ৬ শতাংশের বেশি।

শীর্ষ দশের অন্য কোম্পানিগুলো হলো সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা ইন্স্যুরেন্স, ও রূপালী ইন্স্যুরেন্স।

জীবন বীমা খাতের আরও দুটি কোম্পানি ৫ শতাংশের বেশি, তিনটি চার শতাংশের বেশি একটি দুই শতাংশের বেশি দর হারিয়েছে।

নতুন তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তালিকাভুক্ত হওয়ার পর থেকে প্রতিদিনই প্রায় ১০ শতাংশ বেড়ে উঠে গেছে ৭৯ টাকা ২০ পয়সায়। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ। এ ছাড়া ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দর বেড়েছে ৬.১৬ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষে যারা

দর বৃদ্ধির শীর্ষে থাকা বেশিরভাগ কোম্পানিই দুর্বল হিসেবে বিবেচিত। কোনো কোনোটি লোকসানি। কিছু কোম্পানি মুনাফায় থাকলেও তার পরিমাণ বেশি নয়, লভ্যাংশের ইতিহাসও ভালো নয়।

ট্রাস্ট ইসলামী লাইফের বাইরে বাকি কোম্পানিগুলো হলো বঙ্গজ, লিগ্যাসি ফুটওয়্যার, সি পার্ল, মেঘনা সিমেন্ট, মুন্নু সিরামিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক, জিকিউ বলপেন ও নাভানা ফার্মা।

এগুলোর দর ৭.৩৩ শতাংশ থেকে ৯.৯৯ শতাংশ পর্যন্ত বেড়েছে।

 

সহজ ডটকমের মালিকানা কিনছে এডিএন টেলিকম পরবর্তী

সহজ ডটকমের মালিকানা কিনছে এডিএন টেলিকম

কমেন্ট