পুঁজিবাজারে দরপতন
ফাইল ছবি
বাংলাদেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩১০ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সপ্তাহের প্রথম দিন রোববার এই বাজারে ডিএসইএক্স সূচক পড়েছিল ১১ দশমিক ২৬ পয়েন্ট।
অন্য সূচকগুলোর মধ্যে সোমবার ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯২ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৫০ দশমিক ৩৩ পয়েন্টে।
সোমবার ডিএসইতে ৯৮১ কোটি ৬১৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৫০ কোটি টকা কম। রোববার এই বাজারে ১ হাজার ৩০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩২টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির দর।
অন্যদিকে সিএসইতে ২৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানির শেয়ারের দর। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৩০টির; কমেছে ১০১টির। আর দর বদলায়নি অর্থাৎ রোববারের দরেই লেনদেন হয়েছে ৯৩টির দর।
স্বল্প মূলধনী ও লোকসানি কোম্পানির দর বেড়েছে
পতনের দিনেও কিছু স্বল্প মূলধনী ও লোকসানি কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া ১০টি কোম্পানির মধ্যে দুটি স্বল্প মূলধনী, পাঁচটি লোকসানি। বাকি তিনটির মধ্যে দুটি মিউচ্যুয়াল ফান্ড এবং একটি তালিকাভুক্ত হওয়ার পর প্রতিদিনই সার্কিট ব্রেকার ছুঁয়ে লেনদেন হওয়ার পর প্রথমবারের মত ৯ শতাংশের কম দর বেড়েছে।
কেবল শীর্ষ ১০ নয়, যে ৩৫টি কোম্পানির দর বেড়েছে, তার বেশিরভাগই এ ধরনের। এর মধ্যে শক্তিশালী মৌলভিত্তির কোম্পানি নেই বললেই চলে। এগুলোর লভ্যাংশের ইতিহাস ভালো না, মুনাফাও খুব বেশি নয়।
পতনের শীর্ষে যারা
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি ফুয়েলিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ, প্রগতি লাইফ, লিগ্যাসি ফুটওয়্যার, নাভানা ফার্মা, এস কে ট্রিমস, ইয়াকিন পলিমার ও আরডি ফুড ছিল দর পতনের শীর্ষ তালিকায়।
এসব কোম্পানি ৯.৫০ শতাংশ থেকে ৬.৪৪ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে।
দর বৃদ্ধির শীর্ষে যারা
বেশ কয়েক সপ্তাহ পর এমন একটি দিন গেল, যেদিন কোনো কোম্পানির শেয়ারদর সার্কিট ব্রেকার ছুঁতে পারেনি।
সবচেয়ে বেশি ৮.২১ শতাংশ দর বেড়েছে পেপার প্রসেসিংয়ের। দর বৃদ্ধির শীর্ষ তালিকার অন্য কোম্পানিগুলো হলো লোকসানি মেঘনা মিল্ক, জিকিউ বলপেন, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ জিলবাংলা সুগার মিলস ও স্টাইল ক্রাফট।
স্বল্প মূলধনী এপেক্স ফুডসও ছিল দর বৃদ্ধির শীর্ষ তালিকায়। মিউচুয়াল ফান্ডের মধ্যে সিএপিএমআইবিবিএল এবং ফার্স্ট প্রাইম ফাইন্যান্স উঠে আসে এই তালিকায়।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শীর্ষ দশের অপর কোম্পানি।
কমেন্ট