পুঁজিবাজারে দরপতন চলছেই

পুঁজিবাজারে দরপতন চলছেই

পুঁজিবাজারে দরপতন চলছেই। টানা তিন দিন ধরে চলছে এই পতন।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

এদিন দেশের প্র্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৮ দশমিক ৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৬২০ দশমিক ৬৫ পয়েন্টে নেমে এসেছে।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়েছিল। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল ৬২ পয়েন্ট।

এরপর চলতি সপ্তাহের তিন দিনই দুই বাজারে মূল্যসূচক কমেছে। প্রথম দিন রোববার ডিএসইএক্স কমেছিল ৩০ দশমিক ৯৭ পয়েন্ট। সোমবার কমেছিল ১১ দশমিক ২৬ পয়েন্ট। আর মঙ্গলবার কমেছে ১১ দশমিক ৬৮ পয়েন্ট।

সব মিলিয়ে এই তিন দিনে ডিএসইর প্রধান সূচক কমেছে ৫৪ পয়েন্টের মত।

মঙ্গলবার ডিএসইতে ৬৬৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অঙ্ক গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ডিএসইতে গত ১৫ মে ৬৫৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল

সোমবার ডিএসইতে ৯৮১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। এদিন ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির দর।

সিএসইতে ১৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৩৩টির; কমেছে ৮০টির। আর দর বদলায়নি ৭১টির দর।

মঙ্গলবার সিএসইতে মাত্র ৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সোমবার এই বাজারে ২৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

 

 

পুঁজিবাজারে দরপতন পরবর্তী

পুঁজিবাজারে দরপতন

কমেন্ট