মুদ্রানীতির ‘ভয়’ কেটে চাঙ্গা পুঁজিবাজার
নতুন মুদ্রানীতির ‘ভয়’ কাটিয়ে চাঙ্গাভাবে ফিরেছে পুঁজিবাজার। দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।
মুদ্রানীতিতে নীতি সুদহার বৃদ্ধি ও ব্যাংক ঋণের সুদহারের সীমা তুলে নেওয়ার ঘোষণা এবং শেয়ার বাজার বিষয়ক নেতিবাচক কিছু না থাকায় বাজারে চাঙ্গাভাব দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
সপ্তাহের দ্বিতীয় দিন এবং মুদ্রানীতি ঘোষণার পরের দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৪ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৫ দশমিক ২৭ পয়েন্টে।
সোমবার ডিএসইতে ৫৩৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের চেয়ে ১১৫ কোটি ২ লাখ টাকা বেশি। রোববার এই বাজারে ৪১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির দর।
অন্যদিকে সিএসইতে ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির দর।
পুঁজিবাজারে লেনদেন শেষ হওয়ার পর রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেন।
প্রতিবারের মতো এবারও মুদ্রানীতিতে নিয়ে নানা ধরনের ‘ভয়’ বা আতঙ্ক’ কাজ করছিল বিনিয়োগকারীদের মধ্যে। মুদ্রানীতিকে ঘিরে নানা গুজবে গত কয়েক দিন ধরে দুই বাজারেই সূচক পড়ছিল। ডিএসইতে লেনদেন নেমে এসেছিল ৪০০ কোটি টাকার ঘরে।
মুদ্রানীতিতে পুঁজিবাজারের জন্য নেতিবাচক কিছু থাকতে পারে-এই ধারণা থেকে গত সপ্তাহে হয় দরপতন। রোববার থেকে বুধবার পর্যন্ত চার দিনে ডিএসইএক্স ৭৮ পয়েন্ট পতনের পর বৃহস্পতিবার ৬ পয়েন্ট বাড়ে।
তবে সেদিন লেনদেন দুই মাসের মধ্যে প্রথমবারের মত নামে পাঁচশ কোটি টাকার নিচে।
চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মুদ্রানীতি ঘোষণার দিন লেনদেন নামে চারশ কোটি টাকার কাছাকাছি। বিনিয়োগকারীরা শেয়ার কেনায় সতর্ক হয়ে ওঠার পর সূচক আগের দিনের কাছাকাছি থাকে।
সেদিন লেনদেনের শেষে যে মুদ্রানীতি ঘোষিত হয়, তাকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
সংস্থাটির চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু বলেন, “মুদ্রানীতিতে পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের সমর্থনের মাধ্যমে পুঁজিবাজারের সম্প্রসারণ তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।’
মুদ্রানীতিতে ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের দেওয়া ব্যাংকের শ্রেণিবদ্ধ ঋণের ক্ষেত্রে সংরক্ষিত সঞ্চিতি ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে ব্যাংকের কাছ থেকে ঋণ না নিয়ে বন্ড ইস্যু করে অর্থের সংস্থান করার জন্য নির্দেশনা দিয়েছে।
এছাড়া মুদ্রানীতিতে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদে অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি একটি কার্যকর বন্ড মার্কেট প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে৷
এ দুটি বিষয়ের ওপর ডিএসইও দেশের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা করে যাচ্ছে বলে জানান ডিএসই চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু।
কমেন্ট