সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

প্রতীকি ছবি

মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। দুই বাজারেই একই চিত্র দেখা গেছে।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩০১ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৭ দশমিক ৯৪ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৫৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের চেয়ে ৫৮ কোটি টাকা বেশি। সোমবার এই বাজারে ৫৩৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির দর।

অন্যদিকে সিএসইতে ২০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের অঙ্ক ছিল ১২ কোটি ৯১ লাখ টাকা।

১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির দর।

মুদ্রানীতির ‘ভয়’ কেটে চাঙ্গা পুঁজিবাজার পরবর্তী

মুদ্রানীতির ‘ভয়’ কেটে চাঙ্গা পুঁজিবাজার

কমেন্ট