ঈদের ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

ঈদের ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

ফাইল ছবি

কোরবানির ঈদ উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রধান দুই পুঁজিবাজার। ছুটি শেষে আগামী রোববার লেনদেন শুরু হবে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এই তথ্য জানিয়েছে।

ডিএসই ও সিএসই ওয়েবসাইটে বলা হয়েছে, সোমবার শেষ লেনদেন হবে দেশের দুই পুঁজিবাজারে। ঈদের ছুটি শেষে আগামী ২ জুলাই থেকে আবার লেনদেন শুরু হবে।

২৯ জুন বৃহস্পতিবার দেশে ঈদ উদযাপিত হবে। ২৭ জুন থেকে শুরু হবে ঈদের ছুটি। ঈদের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার অফিস আদালত খুলবে। ওই দিন থেকে যথারীতি আবার লেনদেন শুরু হবে পুঁজিবাজারে।

এই পাঁচ দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় কিছু ব্যাংকের শাখা ও উপশাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম নগরের পশুর হাট এলাকায় রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসব এলাকায় ঈদের আগের দিন পর্যন্ত ব্যাংক চালু রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২৫ ও ২৬ জুন হাট সংলগ্ল এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখার কার্যক্রম বর্ধিত সময় বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

২৭ ও ২৮ জুন বিশেষ ব্যবস্থায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা, উপশাখা খোলা রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপনের পাশাপাশি অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ঈদের আগে থমকে আছে পুঁজিবাজার পরবর্তী

ঈদের আগে থমকে আছে পুঁজিবাজার

কমেন্ট